সূর্যকুমারের ওয়ানডেতে ভালো খেলার ক্ষমতা আছে: মার্ক ওয়াহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
১০ ঘন্টা আগে
টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব এখনও তেমন কিছুই করতে পারেননি ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে তার খেলা নিয়ে প্রশ্ন তোলা হয় প্রায়ই। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছেন বরাবরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মঠে প্রথম দুই ম্যাচে আস্থার প্রতিদান দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। আর তাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ বিশ্বাস করেন ৫০ ওভারের ম্যাচেও সূর্যকুমার সেরা হয়ে উঠবেন।
২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় ৩৩ বছর বয়সী এই ব্যাটারের। ক্যারিয়ারের শুরুতে বেশ ভালো ভাবেই দক্ষতার পরিচয় দিয়েছিলেন সূর্যকুমার। তবে মাঝে খেই হারিয়েছেন এই ব্যাটার। চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। ফলে ওয়ানডে সংস্করণে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখছে।
আস্থার প্রতিদান অবশ্য বেশ ভালো ভাবেই দিয়েছেন সূর্যকুমার। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে প্রায় ১৮ মাস এবং ২১ ম্যাচ পর নিজের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ম্যাচ জিতিয়েছেন দলকে। দ্বিতীয় ম্যাচেও দারুণ এক হাফ সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখেন তিনি। মার্ক মনে করেন সূর্যকূমার আস্থার প্রতিদান দেয়া শুরু করেছেন এবং তার মাঝে ওয়ানডের সেরা হয়ে উঠার সক্ষমতা রয়েছে।

মার্ক বলেন, 'এটা শুধুমাত্র সেই ডাকের (টানা তিন ম্যাচে শূন্য) ব্যাপারে নয়। মানুষ শুধু সেই সকল বিষয় নিয়েই সমালোচনা করে। সে কি শুধু টি-টোয়েন্টির খেলোয়াড়? তার কি ৫০ ওভারের ম্যাচ খেলার যথেষ্ট যোগ্যতা নেই? অবশ্যই তার আছে। আপনি রাতারাতি নিজের যোগ্যতা হারাতে পারেন না।'
'টি-টোয়েন্টি এবং ওয়ানডে সংস্করণের মাঝে বেশ কিছু মিল রয়েছে, এখানে বলকে বেশ জোরে মারতে হয় আপনাকে, আপনাকে রান করতে হয় এবং খারাপ বলগুলোকে ছেড়ে দিতে হয়। সে (সূর্যকুমার) এই সবকিছুই বেশ ভালো ভাবেই করতে পারে।'
এখন পর্যন্ত ভারতের হয়ে ২৯ ওয়ানডে খেলছেন সূর্যকূমার। যেখানে ২৮.৬৫ গড়ে ৬৫৯ রান করেছেন এই ব্যাটার। যার মধ্যে ৯ বার ছুঁতে পারেনি দুই সংখ্যার ঘর। মার্ক মনে করেন চিন্তামুক্ত হয়ে ব্যাটিং করলে আরও সফল হবেন সূর্যকুমার।
মার্ক আরও বলেন, 'এখানে মূল ব্যাপারটা হলো তার চিন্তামুক্ত হয়ে না খেলা এবং আউট হওয়া নিয়ে উদ্বিগ্ন থাকা। এটি এমন একটি ব্যাপার যা ব্যাটারদের (ভালো খেলতে) বাধা দেয়। এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারলেই আপনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন। এবং সে (সূর্য কুমার) ভালো খেলতে পারবে।'