promotional_ad

শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত, ফিরলেন মুশফিক-তাসকিনরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সেঞ্চুরির পর শান্তর স্বস্তি

১৮ মার্চ ২৫
সেঞ্চুরির পর শান্ত, ক্রিকফ্রেঞ্জি

সাকিব আল হাসান না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। লিটন না থাকায় তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে ফেরা নাজমুল হোসেন শান্ত।


চোটের কারণে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন বাঁহাতি এই ব্যাটার। শঙ্কা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই খেলতে পারবেন না তিনি। তবে দ্রুতই চোট থেকে সেরে উঠায় তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে শান্তকে।



promotional_ad

বাঁহাতি এই ব্যাটারের সঙ্গে তৃতীয় ওয়ানডের দলে ফিরেছেন বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে খেলার কথা রয়েছে তাদের সবারই। তবে পাওয়া যাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিবকে। শেষ ম্যাচেও বিশ্রামে থাকবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৫ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি তামিম ইকবাল। চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে আবারও দলে ফেরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করার সুযোগ না হলেও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করেছেন।


নিজের ফেরার ম্যাচে একেবারে খারাপ করেননি তামিম। দারুণ ব্যাটিংয়ে খেলেছেন ৪৪ রানের ইনিংস। তবে পিঠের অস্বস্তির কারণে শেষ ওয়ানডেতে দেখা যাবে না অভিজ্ঞ এই ওপেনারকে। বিশ্রাম দেয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকেও। প্রথম ওয়ানডের দল থেকে টিকে গেছেন জাকির হাসান, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, রিশাদ হোসেনরা।



চোটের কারণে নেই প্রথম ওয়ানডে খেলা তানজিম হাসান সাকিব। এদিকে অভিষেক হওয়া খালেদ আহমেদকেও রাখা হয়নি শেষ ম্যাচের দলে। এদিকে বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সমতায় ফিরতে ২৬ সেপ্টেম্বর শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।


তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball