promotional_ad

কুমিল্লার হয়ে খেলা ভাগ্যের ব্যাপার, পারফর্ম করা চ্যালেঞ্জিং: হৃদয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের কাছে হারল রূপগঞ্জ

১৫ মার্চ ২৫
ডানহাতি অফ স্পিনে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

সিলেট সিক্সার্সের পর ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তাওহীদ হৃদয়। এবারের মৌসুমে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। চারবারের চ্যাম্পিয়নদের হয়ে খেলতে পারার সুযোগকে ভাগ্যজনক বলছেন হৃদয়। সেই সঙ্গে এমন বড় দলের হয়ে পারফর্ম করা চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন তিনি।


সবশেষ আসরে সিলেটের হয়ে ৪০৩ রান করেছিলেন হৃদয়। এমন পারফরম্যান্সের পর ডাক পড়ে জাতীয় দলেও। বাংলাদেশের জার্সিতেও নিজের শুরুটা দারুণ করেছেন তরুণ এই ব্যাটার। দারুণ ছন্দে থাকা হৃদয়কে সরাসরি সাইন করেছে কুমিল্লা। গতবার সিলেটের হয়ে রানার্সআপ হওয়া হৃদয় এবার কুমিল্লার জার্সিতে শিরোপার লড়াই করতে চান।



promotional_ad

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, ‘খারাপ লাগা না, হয়ত একটু মিস করেছিলাম। পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় আপনাকে একটা জায়গায় না একটা জায়গায় যেতেই হবে। আমিও ভালো একটা সুযোগ পেয়েছি চ্যাম্পিয়ন দলে। এই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব।’


‘আমি মনে করি যে এরকম বড় দলে খেলতে পারাটাও ভাগ্যের ব্যাপার এবং সেই সঙ্গে এখানে পারফর্ম করাটাও একটু চ্যালেঞ্জিং। আর যেহেতু ধারাবাহিক, এখানে চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে। সবসময় আমরাও এভাবে চেষ্টা করব যাতে এটা ধরে রাখতে পারি।’


বিপিএলে তিনটি মৌসুম খেললেও এবারই প্রথম প্লেয়ার্স ড্রাফটে এসেছিলেন হৃদয়। তরুণ এই ব্যাটারকে আসতে কল দিয়েছিলেন কুমিল্লার মালিক নাফিসা কামাল ও দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। প্রথমবার এমন অভিজ্ঞতা হওয়া হৃদয় প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানান।



হৃদয় বলেন, ‘আমি এসেছি আপু (নাফিসা কামাল) আমাকে কল করেছিলেন, সালাহউদ্দিন স্যার কল করেছিলেন। এর আগে কখনও আসা হয়নি এবারই প্রথম একটা অভিজ্ঞতা হলো। আপুর জন্য প্রথম ছিল, আমার জন্যও প্রথম ছিল, উপভোগ করেছি। এখানকার পরিবেশটা সুন্দর, ভালো লেগেছে। এখানে অনেক কিছু বোঝার আছে দল সম্পর্কে। এর আগে এত কাছে থেকে দেখা হয়নি, আমি অনেক উপভোগ করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball