promotional_ad

বাংলাদেশকে একাই হারালেন সোধি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ইশ সোধির কাজটা ব্যাটিংয়ে নয়, তবুও শেষ দিকে নেমে তিন ছক্কায় খেলেছিলেন ৩৫ রানের ক্যামিও ইনিংস। সোধির কাজটা যেখানে সেখানে যখন দায়িত্ব পেলেন তখন বাংলাদেশকে একেবার গুঁড়িয়ে দিলেন। ওয়ানডেতে কখনও পাঁচ উইকেট পাওয়ার অভিজ্ঞতা না থাকা সৌধি এদিন একাই নিয়েছেন ৬ উইকেট। শুরুতে তামিম ইকবালের ৪৪ এবং শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৯ রান কাজে আসেনি অন্য ব্যাটারদের ব্যর্থতায়। অলরাউন্ড পারফর্ম করে বাংলাদেশকে যেন একাই হারিয়ে দিলেন সোধি। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮৬ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।


মিরপুরে মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। দলীয় ১৫ রানেই বাংলাদেশ হারায় লিটনের উইকেট। এই টাইগার ওপেনার কাইল জেমিসনের করা ক্রস সিম ডেলিভারির শর্ট বলে আপার কাট করতে গিয়ে কর্ডনে ক্যাচ দিয়েছেন রাচিন রবীন্দ্রর হাতে। এর ফলে শেষ হয়ে লিটনের ১৬ বলে ৬ রানের ইনিংস।


লিটন ফেরার পর তানজিদ হাসানকে নিয়ে বাংলাদেশের রান বাড়াচ্ছিলেন তামিম। তবে তানজিদকে বেশিক্ষণ থিতু হতে দেননি ইস সোধি। এক বল আগেই আপিশ ড্রাইভ করে মিড অফ দিয়ে চার মেরেছিলেন তানজিদ। এক বল পর একই কায়দায় খেলতে গিয়ে মিড অফে লকি ফার্গুসনের ক্যাচ হয়েছেন ১৬ রান করা তানজিদ। এরপর সৌম্য সরকার ফিরেছেন শূন্য রানে। তাকে কট অ্যান্ড বোল্ড করেছেন সোধি।


বেশিক্ষণ থিতু হতে পারেননি চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা তাওহীদ হৃদয়। তিনি সোধির গুগলিতে বিভ্রান্ত হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। আর তাতে ১০ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। যদিও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন তামিম। পেতে পারতেন হাফ সেঞ্চুরি। সোধির বলেই উইকেটের পেছনে ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৪৪ রান করা এই ওপেনার।


ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন কিউই স্পিনার সোধি। ৫ উইকেট পতনের পর শেখ মেহেদীকে নিয়ে বাংলাদেশের ইনিংস টানছিলেন মাহমুদউল্লাহ। তবে মেহেদী ১৭ রান করে বোল্ড হয়ে ফিরলে মাহমুদউল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি ভাঙে। মেহেদীকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই লেগ স্পিনার।


নিয়মিত উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন মাহমুদউল্লাহ। তামিম ফেরার পর মেহেদীকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন তিনি। মেহেদী আউট হয়ে গেলে নাসুম আহমেদকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়িয়েছেন তিনি। তবে ব্যক্তিগত ৪৯ রানে ধৈর্য্য হারিয়ে কোল ম্যাকনকিকের বলে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়েছেন ফাইন লেগে। শেষ দিকে নাসুম আহমেদের ২১ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন সোধি।



promotional_ad

এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে দুই কিউই ওপেনারের ভোগাতে থাকেন মুস্তাফিজ এবং হাসান। দারুণ সব সুইংয়ে দুজনই প্রথম দুই ওভারে কিউইদের ওপর চাপ সৃষ্টি করেন। তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মুস্তাফিজের বাউন্স বলটি কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন উইল ইয়াং। আট বল খেললেও রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন তিনি।


আরো পড়ুন

‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস

১৫ ঘন্টা আগে
অনুশীলনে পাকিস্তান দল, ফাইল ফটো

মুস্তাফিজ এবং হাসানদের গোছানো বোলিংয়ের পরও রান তুলতে থাকে কিউইরা। ইনিংসের সপ্তম ওভারে আবারও উইকেটের দেখা পান মুস্তাফিজ। অফসাইডের বাইরে করা তার একটি বলে ড্রাইভ দিতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। লাফিয়ে উঠে ক্যাচটি লুফে নেন সৌম্য সরকার। ১৫ বলে ১২ রান করে অ্যালেন যখন ফিরে যান তখন কিউইদের রান ২৬।


অষ্টম ওভারে বোলিং আক্রমণে আসেন খালেদ। রঙিন পোশাকের ক্যারিয়ারে নিজের করা প্রথম ওভারেই উইকেটে দেখা পান তিনি। দারুণ ছন্দে ব্যাটিং করতে থাকা চ্যাড বাওয়েসকে ফেরান তিনি। স্কয়ার লেগে তার ক্যাচটি লুফে নেন তাওহীদ হৃদয়। ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেন বাওয়েস। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডের হাল ধরেন হ্যানরি নিকোলস ও টম ব্লান্ডেল। শুরুতে দেখেশুনে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছেন দুজনই।


তাদের ব্যাটে ২০.১ ওভারেই দলীয় একশো পূরণ হয় কিউইদের। ৫৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। পরের ওভারেই হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা নিকোলস অফ স্টাম্পের বাইরের লেংথ বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন নিকোলস। ফলে খালেদ পেয়ে যান নিজের দ্বিতীয় শিকার। নিকোলস আউট হয়েছেন ৬১ বলে ৪৯ রান করে। এর ফলে ব্লান্ডেলের সঙ্গে তার জুটি ভেঙেছে ৯৫ রানের।


রাচিন রবীন্দ্রকে বেশিক্ষণ টিকতে দেননি শেখ মেহেদী। এই টাইগার স্পিনারের মিডল স্টাম্প বরাবর করা বলে ব্যাকফুট ড্রাইভ করেছিলেন রাচিন। তবে ব্যাটে-বলে করতে পারেননি। ফলে বল সোজা আঘাত হানে তার পেছনের পায়ে। আম্পায়ার শুরুতে মেহেদীর আবেদনে সাড়া না দিলেও জোরালো আবেদনের পর আঙুল তোলেন তিনি। ফলে ১০ রান করেই ফিরতে হয় এই কিউই ব্যাটারকে। ব্লান্ডেলের সঙ্গে পরামর্শ করে রিভিউ না নেয়ার সিদ্ধান্ত নিয়ে মাঠ ছাড়েন রাচিন। এক পাশ আগলে থাকা ব্লান্ডেলকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছেন হাসান মাহমুদ। তাতে শেষ হয়েছে ব্লান্ডেলের ৬৮ রানের ইনিংস।


মুস্তাফিজের করা ৩৮তম ওভারের শেষ বলে মিড অফে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন কোল ম্যাকনকি। তার ক্যাচ সামনে ঝুঁকেও নিতে পারেননি। পরের ওভারে বল করতে এসে প্রথম বলেই এলবিডব্লিউ করে ফিরিয়েছেন এই কিউই ব্যাটারকে। নাসুমকে ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন ম্যাকনকি। তবে ব্যাটে-বলে করতে পারেননি। রিভিউ নিয়েছিলেন তবে বাঁচতে পারেননি। টিভি রিপ্লেতে দেখা যায় বল সোজা আঘাত করত মিডল স্টাম্পের ওপরে থাকা বেইলে। ফলে আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।


অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের রান বাড়িয়েছেন কাইল জেমিসন ও ইস সোধি। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। নাসুমকে লং অন দিয়ে উড়িয়ে ছক্কা মেরেছেন সোধি। পরের ওভারে মুস্তাফিজকে দুটি চার মেরেছেন জেমিসন। এই দুজনের ব্যাটে আড়াইশ পেরুনো রানের স্বপ্ন দেখে কিউইরা। এই জুটি ভেঙেছেন শেখ মেহেদী। তার ঝুলিয়ে দেয়া বলে টপ এজ হয়ে তাকেই ক্যাচ দিয়েছেন ২০ রান করা জেমিসন।



হাসান মাহমুদ ৪৬তম ওভারের তৃতীয় বল থ্রো করার আগেই উইকেট থেকে খানিকটা বেরিয়ে এসেছিলেন ইস সোধি। সেই সুযোগে বল থ্রো না করেই স্টাম্প ভেঙে দেন হাসান। আম্পায়ার আউটও দিয়ে দেন। পরে অবশ্য বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সোধিকে আবারও ব্যাটিংয়ে ফেরার আমন্ত্রণ জানান। তুলে নেন আউটের আবেদন। ইনিংসের শেষদিকে লকি ফার্গুসন ১২ বলে ১৩ রান করে কিউইদের রান বাড়াতে সহায়তা করেছেন। শেখ মেহেদীর বলে ফ্রট ফুটে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন ফার্গুসন। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৩৯ বলে ৩৫ রানের দায়িত্??শীল ইনিংস খেলা সোধি।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ২৫৪/১০ (৪৯.২ ওভার) (নিকোলস ৪৯, ব্লান্ডেল ৬৮, সোধি ৩৫; মেহেদী ৩/৪৫, মুস্তাফিজ ২/৫৩)


বাংলাদেশ- ১৬৮/১০ (৪১.১ ওভার) (তামিম ৪৪, তানজিদ ১৬, মাহমুদউল্লাহ ৪৯, নাসুম ২১; ৬/৩৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball