promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এরই মাঝে জানা গেছে, সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপটি আয়োজিত হবে ক্যারিবীয় দীপপুঞ্জের মোট সাতটি প্রদেশের (দেশ) সাত ভেন্যু এবং যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে।


এবার প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপ আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে।



promotional_ad

এদিকে ক্যারিবীয় দীপপুঞ্জের হওয়া বাকি ৭টি ভেন্যুর মধ্যে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্স এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।


এ নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের জন্য ক্যারিবীয় ৭টি ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই ভেন্যুগুলো বেশ জনপ্রিয়, ক্রিকেটার ও সমর্থকরা যেখানে দারুণ এক মুহূর্ত তৈরি করবে।'


'এটি ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে আইসিসির সিনিয়র দলের পুরুষ ইভেন্ট হিসেবে তৃতীয়, যা সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের বিরল অভিজ্ঞতা এনে দেবে। আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবীয় ৭টি প্রদেশের সরকারকে ধন্যবাদ জানাই।'



এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। এতগুলো দল আগে কখনো আইসিসির কোনো ইভেন্টে খেলেনি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি আসর অনুষ্ঠিত হয় অক্টোবর-নভেম্বরে। যদিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে জুনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball