কোনো বল না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
২২ ঘন্টা আগে
হ্যাংঝুর জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি।
ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শেষ চারে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত। ২৪ সেপ্টেম্বর তাদের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

যারা থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সেরা দুই দল লড়াই করবে স্বর্ণের জন্য। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুটি দলের লড়াই হবে ব্রোঞ্জ পদকের জন্য।
রানশূন্য সুপার ওভার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড
১৬ মার্চ ২৫
বৃষ্টির কারণে আগে থেকেই কাভারে ঢাকা ছিল হ্যাংঝুর জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডের উইকেট। টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কাভার সরানো সম্ভব হয়ে উঠেনি। করা যায়নি টসও।
ঘণ্টা দুয়েক অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। বৃষ্টির সময়টায় ড্রেসিং রুমে বসে অলস সময় পার করেছেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা। এদিকে বৃষ্টি একটু কমলে মাঠের এক পাশে ফুটবল খেলে গা গরম করতে দেখা যায় হংকংয়ের ক্রিকেটারদের।