অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে ভারত
.png)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এই বিশ্বকাপের আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে যুবাদের এই বিশ্ব আসর।
আগামী ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। আর ফাইনাল হবে ৪ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত দিতে অনুষ্ঠিত হতে না পারে তবে তা অনুষ্ঠিত হবে রিজার্ভ ডেতে।
আসন্ন এই বিশ্ব আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নেবে। বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার সঙ্গী স্কটল্যান্ড।

'সি' গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 'ডি' গ্রুপে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় পৌনে ১০টায়। ফলে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ১৪ জানুয়ারি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৮ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ২১ জানুয়ারি গ্রু পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
২০০৬ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে শ্রীলঙ্কা। যুবাদের ১৫তম এই বিশ্ব আসরে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১টি পূর্ণ সদস্য দেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাছাই পর্ব থেকে সুযোগ পেয়েছে নামিবিয়া, নেপাল, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি-