পাকিস্তানের বিশ্বকাপ দলে হাসান আলী, নেই নাসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন
১৬ মার্চ ২৫
কাঁধের চোটের কারণে বিশ্বকাপ মিস করতে পারেন নাসিম শাহ! এমন খবর বেরিয়েছিল কদিন আগেই। পাকিস্তানের অধ???নায়ক বাবর আজম অবশ্য বলেছিলেন, বিশ্বকাপের শেষ দিকে নাসিমকে পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না নাসিমের। এশিয়া কাপে পাওয়া চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। নাসিমের বদলি হিসেবে বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছেন হাসান আলী।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। চোটের কারণে ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করার সময় মাঠ ছেড়েছিলেন তরুণ এই পেসার। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি তিনি।
দুবাই থেকে করানো রিপোর্টের পর থেকেই নাসিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও নাসিমকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে পাকিস্তান। করানো হয়েছে আরও একটি স্ক্যান। তবে মেলেনি কোন সুখবর। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তাও নেই। এদিকে নাসিমের বদলি হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন হাসান। ২০২২ সালের জুনে পাকিস্তানের হয়ে সবশেষ ওয়ানডে খেলা এই পেসারকে দলে নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন ইনজামাম উল হক।
অন্যান্য পেসারদের ইনজুরি, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হাসানের পারফরম্যান্স এবং বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধান নির্বাচক বলেন, ‘নাসিম ইনজুরিতে ছিল। সে আমাদের মূল বোলার ছিল, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। হাসনাইনের গোঁড়ালিতে চোট আছে, এই কারণে সে নেই। ইহসানউল্লাহরও একই সমস্যা।’
‘আপনি যদি হাসান আলীর কথা বলেন তাহলে দেখবেন সে এলপিএলে কিংবা অন্যান্য জায়গায় পারফর্ম করেছে। অন্যদের চেয়ে সে ভালো পারফর্ম করেছে। সে অভিজ্ঞ একজন বোলার যে কিনা বড় ইভেন্টে পাকিস্তানের হয়ে খেলেছে এবং পারফর্ম করেছে। নাসিম ছিটকে যাওয়ার পর আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যে নতুন ও পুরাতন বলে বোলিং করতে পারে। সে এটা করতে পারে এবং সে একজন টিমম্যান। তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে।’
চোটের কারণে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি হারিস রউফও। তবে চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপ দলে অনুমেয়ভাবেই আছেন ডানহাতি এই পেসার। এশিয়া কাপের দল থেকে জায়গা হারিয়েছেন ফাহিম আশরাফের। এই পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে ডাকা হয়েছে লেগ স্পিনার উসামা মীরকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সোদ সাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
রিজার্ভ- মোহাম্মদ হারিস, আবরার আহমেদ এবং জামান খান।