পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন হাফিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন
১০ ঘন্টা আগে
এশিয়া কাপ শুরুর সপ্তাহখানেক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে যোগ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। মাসখানেক বাদে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
টেকনিক্যাল কমিটিতে হাফিজের সঙ্গে ছিলেন মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক। তাদের কাজ ছিল ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেয়া।

জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ কিংবা অন্যান্য কিছু দেখভালের দায়িত্বও ছিল তাদের উপর। এদিকে এবারের এশিয়া কাপে ভালো করতে পারেননি পাকিস্তান। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে পারেনি বাবর আজমের দল।
বাজে পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্টকে জবাবদিহিতার মুখে ফেলে টেকনিক্যাল কমিটি। যেখানে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ, টেকনিক্যাল কমিটির সদস্য হাফিজ, মিসবাহ, অধিনায়ক বাবর, প্রধান কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন।
জুম কলে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক শাদাব খান এবং টিম ডিরেক্টর মিকি আর্থার। যেখানে প্রশ্ন তোলা হয় শাদাব ও ফখর জামানের ফর্ম নিয়ে। তবে তাদের দুজনের হয়ে ব্যাট ধরেছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, তারা উন্নতি করছে এবং বিশ্বকাপে তাদের নিয়ে তিনি আশাবাদী।
প্রশ্নের মুখে পড়েছেন প্রধান কোচও। তবে ব্রাডবার্নের প্রশ্নের জবাব খুশি করতে পারেনি টেকনিক্যাল কমিটিকে। সেই মিটিংয়ের পর টুইট করে নিজেদের পদত্যাগের কথা জানান হাফিজ। আবারও পাকিস্তানের প্রয়োজনে জাকা আশরাফ ডাকলে পরামর্শ দেয়ার চেষ্টা করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।