বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
২২ ঘন্টা আগে
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। যদিও বল হাতে নামার পর কয়েক দফা বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় ৩৩.৪ ওভার পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পায় নিউজিল্যান্ড। দলটির সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান।
বল হাতে নেমে স্বস্তির শুরু পায়নি বাংলাদেশ। পঞ্চম ওভারেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। ঘণ্টাখানের পর বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে দুই দলের জন্যই ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির পরই বাংলাদেশকে উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান।
লেগ সাইডে করা তার লেংথ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন। নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মুস্তাফিজ।
তিনে নামা চ্যাড বাওয়েসও মুস্তাফিজের লেংথ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। মাত্র ১৮ রানে দুই টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর নিউজিল্যান্ডের ইনিংস টেনেছেন উইল ইয়ং ও হ্যানরি নিকোলস।

শুরুতে দেখেশুনে খেলে নিউজিল্যান্ডের রান বাড়িয়েছেন তারা। বাংলাদেশ এ সময় মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদীকে দিয়ে নিয়মিত বোলিং করালেও উইকেটের দেখা পায়নি। অবশ্য এই জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এলবিডব্লিউ হয়ে ফিরতে পারতেন ইয়ং।
হাসানের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ২০০ তাড়া করে জিতল পাকিস্তান
৪ ঘন্টা আগে
যদিও পেসার তানজিম হাসান সাকিবের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ দলও পরে আর রিভিউ নেয়নি। তবে টিভি রিপ্লেতে দেখা যায় সাকিবের বল ইয়ংয়ের পেছনের পায়ে লেগেছিল। তা লাইনের মধ্যেই হিটিং এবং ইম্প্যাক্ট ছিল।
এরপর নিকোলসকে নিয়ে ৮৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন এই কিউই ব্যাটার। হাফ সেঞ্চুরির পথে থাকা নিকোলসলকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন মুস্তাফিজ। এই টাইগার পেসারের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন ৪৪ রান করা নিকোলস। আর তাতেই ইয়ংয়ের সঙ্গে তার ৯৭ রানের জুটি ভাঙে।
এরপর ইয়ংকেও বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বল এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন ইয়ং। যদিও বলের লাইন মিস করেন এই কিউই ব্যাটার। বল হাতে পেয়ে স্টাম্প ভেঙে দেন বাংলাদেশের উইকেটরক্ষক সোহান।
এক বল পরেই সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের আরেক ব্যাটার রাচিন রবীন্দ্র। ফলে দ্রুত জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। এরপর ইনিংসের ৩৪তম ওভার চলাকালীন শুরু হয় বৃষ্টি। ফলে ঢেকে দেয়া হয় উইকেট। এরপর আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। খানিক বাদে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড- ১৩৬/৫ (৩৩.৪ ওভার) (ইয়াং ৫৮, নিকোলস ৪৪, ব্লান্ডেল ৮*, কোল ৮*)