promotional_ad

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় রনকি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড

১৩ ঘন্টা আগে
জিম্বাবুয়ে টেস্ট দল, ফাইল ফটো

বাংলাদেশের মাটিতে বরাবরই লো স্কোরিং ম্যাচ খেলতে অভ্যস্ত নিউজিল্যান্ড। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে শেষ যে কয়বারই বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে কিউইরা, ততবারই তাদের পড়তে হয়েছে স্পিন-বান্ধব উইকেটের ধাঁধায়। এবারও বাংলাদেশে তেমনটাই আশা করছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত হেড কোচ লুক রনকি।


বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আয়োজিত তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামীকাল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি রোমাঞ্চকর হবে বলেই বিশ্বাস রনকির।



promotional_ad

তিনি বলেন, 'টার্ন তো থাকবেই, এখানে এটা অনেক বড় ব্যাপার। কন্ডিশন বদলেছে। রানও আলাদা হবে এখানে। ইংল্যান্ডে অনেক বড় রান হয়েছে। ব্যাটিং করা সহজ ছিল, বোলারদের জন্য একটু কঠিন। এখানে একদম আলাদা হবে। হয়তো লো স্কোর হবে। অনেকটা ওল্ড স্কুল ওয়ানডে ফিরে আসবে। আমার মনে হয় এখানে মানিয়ে নেয়া (গুরুত্বপূর্ণ), এটা দ্রুত করতে চাই।'


একইসঙ্গে বাংলাদেশ দল নিয়ে তার মন্তব্য, 'তারা সবসময় দুর্দান্ত দল, কঠিন ক্রিকেট খেলে। এটা তাদের কন্ডিশন, তারা জানে এখানে কীভাবে খেলতে হয়। এটা রোমাঞ্চকর সিরিজ হবে।'


কয়েকদিন আগেই ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। দলটির বেশীরভাগ ক্রিকেটারই বিশ্রামে। বিশেষ করে ভারত বিশ্বকাপের বিমানে যারা উঠবেন, তাদের অনেককেই বাংলাদেশে পাঠায়নি কিউইরা।



বাংলাদেশও সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদসহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়েই সিরিজটি খেলছে। বিশ্বকাপের আগে ওয়ার্কলোডের বোঝা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দুই দল।


রনকি আরও বলেন, 'এটা দুর্দান্ত সিরিজ হবে। নিউজিল্যান্ড থেকে আসা যে কারো জন্যই এখানে খেলা চ্যালেঞ্জ হবে। তবে আমার মনে হয় ছেলেরা এটাই চায়। এখানে আসা রোমাঞ্চকর, আশা করি ভালো দর্শকের সামনে খেলা হবে। এখানে কিছুটা গরম ও আদ্রতা আছে। এটা অনেক বড় ব্যাপার। তবে ছেলেরা ভালো অনুশীলন করেছে। যারা ইংল্যান্ড থেকে এসেছে, প্রথম দিন বিশ্রামে ছিল। কিন্তু ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রথম ম্যাচের জন্য যতটা সম্ভব প্রস্তুত হচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball