২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
সর্বশেষ এশিয়া কাপ নিয়ে জলঘোলা কম হয়নি। ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছে এশিয়া কাপ। ফলে ৯ ম্যাচ শ্রীলঙ্কা ও বাকি ৪ ম্যাচ আয়োজন করা হয়েছে পাকিস্তানে।
অবশ্য সফলভাবেই এশিয়া কাপের সমাপ্তি হয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। একটি আসর শেষ হতেই এশিয়া কাপের পরবর্তী আসর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

২০২৫ এশিয়া কাপ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে তা নিয়েই চলছে জোর আলোচনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটকেই প্রাধান্য দিচ্ছে।
ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
২৭ মার্চ ২৫
কারণ ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা ও ভারত। এই বিশ্ব আসরকে সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটেই এশিয়া কাপ আয়োজন করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। আর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের শেষভাগে। একই বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা রয়েছে।
এদিকে ১৯৮৪ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ সর্বশেষ আয়োজন করা হয়েছে ২০২২ সালে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ।