একাধিক বছরের চুক্তিতে ইংল্যান্ডকে না করলেন বাটলাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে খানিকটা সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট। সংকট বাড়তে শুরু করেছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের বার্ষিক চুক্তির প্রস্তাবে আরও কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছে ক্রিকেট বোর্ডগুলো। এমন অবস্থায় ক্রিকেটারদের ধরে রাখতে কয়েক বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড। তবে দেশটির প্রস্তাবে রাজি হননি জস বাটলার-লিয়াম লিভিংস্টোনরা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
ভারতের বাইরেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন দেশটির ফ্র্যাঞ্চাইজিরা। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাতের পর যুক্তরাষ্ট্রের লিগেও দল আছে ভারতীয়দের। এদিকে পুরো বিশ্বেই চলছে ফ্র্যাঞ্চাইজি লিগের জয়জয়কার।

একটি ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন লিগে দল থাকায় ক্রিকেটারদের পুরো মৌসুমের জন্য পেতে চেষ্টা চাচ্ছে তারা। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ বেশ কিছুদিন আগে জানায় ইংল্যান্ডের প্রথম সারির ছয়জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা। যার ফলে দেশের ও কাউন্টি চুক্তি বাতিল করে লিগের পথে পা বাড়াবেন ইংলিশ ক্রিকেটাররা।
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
৪ ঘন্টা আগে
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বার্ষিক ৫০ লাখ পাউন্ডের চুক্তি দেয়া হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা। ১২ মাসের এই চুক্তির তালিকায় সবার উপরে আছেন বাটলার, লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, জফরা আর্চার ও বেন স্টোকসের মতো ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের পর এমন চুক্তিতে যেতে পারেন তারা।
এমন খবর বেরিয়েছে কিছুদিন আগে। টেলিগ্রাফ জানিয়েছে, বাটলারের সঙ্গে বিশ্বকাপের পরই চুক্তি করবে রাজস্থান রয়্যালস। বাটলার কিংবা অন্যান্য ক্রিকেটাররা চুক্তি করে ফেললে অসহায় হয়ে পড়বে ইংল্যান্ডের ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেট। দেশের প্রথম সারির ক্রিকেটারদের লোভনীয় লিগ থেকে আটকাতে কিছুদিন আগে ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এমনকি কয়েক বছরের জন্য চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা। তবে সেটাতে রাজি হননি ইংলিশ ক্রিকেটাররা। বাটলার, ব্রুকরা ফ্রাঞ্চাইজির প্রস্তাবি রাজি হলে তখন লিগ খেলার ফাঁকে ফাঁকে ছুটি নিয়ে দেশের ক্রিকেট খেলতে হবে। যেমনটা হয়ে থাকে ফুটবল লিগগুলোতে। তাতে করে মহাসংকটে পড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেটকে।