promotional_ad

বিশ্বকাপে দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল

২৭ মার্চ ২৫
বদলি অধিনায়কেরও বদলি বেছে নিতে হলো নিউজিল্যান্ডকে, ফাইল ফটো

করোনা চলাকালে বেশকিছু দর্শকহীন ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। আবারও এমন দর্শকহীন বা 'ক্লোজ ডোর' ম্যাচ হতে যাচ্ছে। আর সেটা হচ্ছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপেই। যদিও মূল পর্বের কোনো ম্যাচ নয়, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম-আপ ম্যাচটি হতে যাচ্ছে দর্শকশূন্য।


এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২৯ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ। এর আগের দিন সেখানে পালন করা হবে মুসলিম এবং হিন্দুদের দুটি পৃথক ধর্মীয় উৎসব।



promotional_ad

২৮ সেপ্টেম্বর মুসলমানরা ঈদ-এ-মিলাদুন্নবি পালন করবে। এদিকে হিন্দুরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গনেশ বিসর্জন পালন করবে। এই দুটি উৎসবে মোতায়েন করা হবে অসংখ্য পুলিশ। আর এমন উৎসবের পরদিনও ব্যস্ত থাকবে পুলিশ।


আরো পড়ুন

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড

২২ ঘন্টা আগে
জিম্বাবুয়ে টেস্ট দল, ফাইল ফটো

যার কারণে পাকিস্তান জাতীয় দলকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিতে পারছে না তারা। পাকিস্তান দল অবশ্য শর্ত মোতাবেক যেমন নিরাপত্তা পাওয়ার কথা, তেমনটাই পাবে। শুধু নিরাপত্তার স্বার্থে ম্যাচটিই হবে বদ্ধ স্টেডিয়ামে!


বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'উৎসবগুলো অনেকরাত পর্যন্ত হবে। তাই ম্যাচের দিন পুলিশ যেভাবে নিরাপত্তা দেয়ার কথা সেভাবে পারবে না। তবে উভয়দল স্টেডিয়ামে যাওয়া-আসার পথে এবং সেখানে থাকাকালীন পূর্ণ নিরাপত্তা পাবে।'



এদিকে এরই মাঝে অনলাইনে বিক্রি হয়ে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ার্ম-আপ ম্যাচের টিকিট। আয়োজক ভারত অবশ্য সব টিকিটের দাম ফেরত দেবে বলে জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর আগে বিশ্বকাপের সূচিতেও বদল আনা হয়েছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball