promotional_ad

বিশ্বকাপ পরিকল্পনায় আছেন অশ্বিন-সুন্দরও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলতে চায়নি ভারত

২ ঘন্টা আগে
ফাইল ছবি

এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এই শিরোপায় বড় ভূমিকা ছিল ভারতের স্পিনারদেরও। কুলদীপ যাদব হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। এ ছাড়া অক্ষর প্যাটেল-রবীন্দ্র জাদেজারাও নিজেদের সেরাটা দিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে বিশ্বকাপের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে কোনো ধোঁয়াশা নেই।


যদিও দেশে ফিরেই ভারতের স্পিন আক্রমণ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে তুলে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন অশ্বিন কিংবা ওয়াশিংটন সুন্দরদের বিশ্বকাপের স্বপ্ন এখনই শেষ হয়ে যায়নি। দলের বাইরে থাকা বেশ কয়েকজনকেও বিবেচনার মধ্যে রাখছেন তারা। সোমবার অশ্বিন-সুন্দরদের নিয়েই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেছে ভারত।



promotional_ad

এর আগে দেশে ফিরে রোহিত বলেছেন, 'স্পিনিং অলরাউন্ডারদের কথা বললে, প্রত্যেকেই চিন্তাভাবনায় রয়েছে। অশ্বিনও রয়েছে। তার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তারা বিশ্বকাপের পরিকল্পনায় খুব ভাল মতোই রয়েছে। ওয়াশিও (ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) তাই। আমরা চাই এমন ক্রিকেটার যে ব্যাটে ও বলে কাজটা করতে পারবে।'


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে হাতে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। তার বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে নেয়া হয়েছিল। যদিও তিনি ব্যস্ত ছিলেন ভারতের এশিয়ান গেমসের স্কোয়াডের সঙ্গে। অনুশীলনের মধ্যে থাকায় তাই তাকেই ডাকা হয়েছিল বলে জানালেন রোহিত।


তিনি বলেন, 'ওয়াশিকে পাওয়া গিয়েছিল। তাই তাকেই সুযোগ দেয়া হয় এবং দায়িত্ব দেওয়া হয়। সৌভাগ্যবশত ও বেঙ্গালুরুতে এশিয়ান গেমসের শিবিরে ছিল। সে ট্রেনিং করছিল। বোলিং করছিল। ম্যাচ ফিট ছিল। তাই তাকে ডেকে পাঠানো হয়।'



বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে রোহিতের। সেই পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে যে কেউ ভারতীয় দলে জায়গা পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন রোহিত। তিনি বলেন, 'তবে হ্যা, আমি খুব স্পষ্ট কয়েকজনকে নিয়ে, যারা দলে এসে নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারে। আমি কোনো নাম নিতে চাই না। সকলেই জানে কী হচ্ছে। কেউই অন্ধকারে নেই। প্রত্যেকেই সব কিছু জানে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball