অস্ট্রেলিয়া সিরিজের দলে অশ্বিন-সুন্দর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পৃথক পৃথক দুটি স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রথম দুই ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবও। রাহুলের সহকারী করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। দলে আছেন জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটার।
তৃতীয় ওয়ানডের দলে ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকা কোহলি-হার্দিকরাও এই ম্যাচে খেলবেন। খেলার মতো ফিট হয়ে উঠতে পারলে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে।

তিনি এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হাতে চোট পেয়েছেন। তিন ম্যাচের দুটি স্কোয়াডেই জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। এরপর সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলতে চায়নি ভারত
২ ঘন্টা আগে
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড-
লোকেশ রাহুল (রাহুল), রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।