ধরাশায়ী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকে সিরিজ জেতালেন জেনসেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস
২৮ মার্চ ২৫
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই, বিশ্বকাপ দিয়ে ওয়ানডে থেকেও ইতি টানবেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে যাওয়ার আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ডি ককের শেষ ম্যাচ। এমন ম্যাচে রঙ ছড়াতে পারেননি অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। ঘরের মাঠে ডি ককের শেষ ম্যাচটা হয়ে থাকলে মার্কো জেনসেনের। সাউথ আফ্রিকার ভিতটা গড়ে দিয়েছেন এইডেন মার্করাম। সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও খেলেছেন ৮৭ বলে ৯৩ রানের কার্যকরী।
৬৩ রান করে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মিলার। তবে শেষদিকে রীতিমতো ঝড় তুলেন জেনসেন। চারটি চার ও তিনটি ছক্কায় মাত্র ২৩ বলে করেছেন ৪৭ রানের। এমন ব্যাটিং তাণ্ডবের পর আগুনঝড়া বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার ৫ ব্যাটারকে। ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৩ রানে, সাউথ আফ্রিকায় জয় ১২২ রানে। এই জয়ে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টেম্বা বাভুমার দল।

জোহানেসবার্গে জয়ের জন্য ৩১৬ রান তাড়ায় প্রথম চার বল ডট, পরের বলে মিচেল মার্শের ব্যাট থেকে এলো ৪ রান। সব মিলিয়ে লুঙ্গি এনগিদির সেই ওভারে অস্ট্রেলিয়া তুলতে পারল মোটে ৫ রান। পরের ওভারে জেরাল্ড কোয়েতজারের উপর তাণ্ডবই চালালেন মার্শ। ব্যাট থেকে দুই চার আর এক ছক্কা, অতিরিক্ত থেকে এসেছে আরও ৫। পরের ওভারে অস্ট্রেলিয়ার কাণ্ডারি ডেভিড ওয়ার্নার।
সবমিলিয়ে প্রথম তিন ওভারে অস্ট্রেলিয়ার পুঁজি বিনা উইকেটে ৩৪ রান। এমন দারুণ শুরুর পর হঠাৎই হোঁচট খায় অস্ট্রেলিয়া। জেনসেনের পঞ্চম স্টাম্পের লেংথ ডেলিভারিতে পয়েন্ট দিয়ে খেলেছিলেন ওয়ার্নার, সেখানে দাঁড়িয়ে থাকা মার্করাম নিচু হওয়া ক্যাচটা নিয়েছেন দারুণভাবে। অজি ওপেনারকে ফিরতে হয় ১০ রান করে। একই ওভারে আউট হয়েছেন জশ ইংলিশ। জেনসেনের অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন তিনি। তবে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ইংলিশকে।
উইকেটে মেইডেনে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে রীতিমতো কাঁপন ধরিয়েছেন জেনসেন। ৩৪ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তোলেন মার্শ ও মার্নাস ল্যাবুশেন। তারা দুজনে মিলে যোগ করেন ৯০ রান। মার্শের বিদায়ে ভাঙে তাদের এই জুটি। ৪৯ বলে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ওপেনার আউট হয়েছেন ৭১ রানের ইনিংস খেলে। তাকেও ফিরিয়েছেন জেনসেন। হাফ সেঞ্চুরি খুব কাছে থাকা ল্যাবুশেনকে পঞ্চাশ ছুঁতে দেননি বাঁহাতি এই পেসার।
জেনসেনের বলে পুল করতে গিয়ে আউট হয়েছেন ৪৪ রান করে। এরপর অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে থামতে হয়েছে ১৯৩ রানে। সাউথ আফ্রিকার হয়ে ৩৯ রান দিয়ে জেনসেন পাঁচটি এবং ৩৩ রানে কেশভ মহারাজ নিয়েছেন চারটি উইকেট।
এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩১৫ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেছেন মার্করাম। এ ছাড়া মিলার ৬৩, জেনসেন ৪৭, আন্দিলে ফেহলুকায়ো অপরাজিত ৩৮ এবং রাসি ভ্যান ডার ডাসেন করেছেন ৩০ রান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা তিনটি এবং শন অ্যাবট নিয়েছেন দুটি উইকেট।