তানজিমের উপর বিশ্বকাপে ভরসা রাখলে ভুল হবে না, বলছেন হাথুরুসিংহে
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও
২০ ফেব্রুয়ারি ২৫
২৬৫ রানের পুুঁজি নিয়ে দুর্দান্ত শুরুর প্রয়োজনছিল বাংলাদেশের। অভিষেক ম্যাচে খেলতে নামলেও সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন তানজিম হাসান সাকিব। পুরো ম্যাচেই বল হাতে আলো ছড়ানো তরুণ এই পেসার জানান দিয়েছেন নিজের সক্ষমতার। শুধু তাই নয় তানজিম বিশ্বকাপ দলে থাকার দাবিও তুলেছেন, এমনটা জানিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে।
স্ট্রাইক প্রান্তে রোহিত শর্মা, বোলিংয়ে তানজিম। অভিষেকের শুরুটা তানজিম করলেন ওয়াইড দিয়ে। পরের দুই বলে দিয়েছেন আরও একটি ওয়াইড। তবে নিজের দ্বিতীয় বৈধ বলে ফেরান রোহিতকে। তরুণ এই পেসারের লেংথ বলে শরীর দূরে রেখে খেলতে গিয়ে কাভারে থাকা এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন ভারতের অধিনায়ক।

দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন আরও এক উইকেট। তরুণ এই পেসারের অফ স্টাম্পে পড়া বলটি বেরিয়ে যাবে বলে ভেবে ছেড়ে দিয়েছিলেন তিলক ভার্মা। তানজিমের বলটি একটু ভেতরে ঢুকে যাওয়ায় বোল্ড হয়ে ফিরতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। ৭.৫ ওভার বোলিং করা এই পেসার ৩২ রানে নিয়েছেন দুটি উইকেট।
এমন পারফরম্যান্সের পর তানজিমের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে। এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরিমুক্ত চার পেসার। কারণ, ইবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’
ভারত বিশ্বকাপে স্পিনাররা খানিকটা বাড়তি সুবিধা পেতে পারেন। তবে গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসাররা যেভাবে পারফর্ম করছেন তাতে করে তারাও ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখবেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে দেখা যেতে পারে পাঁচ পেসার। তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের জায়গা নিশ্চিত।
পঞ্চম পেসার হিসেবে প্রথম পছন্দ ছিলেন ইবাদত হোসেন। তবে চোটের কারণে কয়েক মাসের জন্য ছিটকে যাওয়ায় নতুন কাউকে খুঁজতে হচ্ছে বিসিবিকে। এশিয়া কাপে সেই সুযোগটা পেয়েছিলেন তানজিম। এক ম্যাচ খেলে সেটা কাজেও লাগিয়েছেন দারুণভাবে। তানজিমের উপর আস্থা রাখলে যে ভুল হবে না সেটা স্বীকার করেছেন হাথুরুসিংহে।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’