promotional_ad

ভারতের বিপক্ষে শুধু জিততে চান সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

২৫ মার্চ ২৫
ফাইল ছবি

ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। এমন ম্যাচের আগে তাওহীদ হৃদয় জানিয়েছিলেন, এই ম্যাচ নিয়ে তার বিশেষ কোনো প্রত্যাশা নেই। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে চাওয়া-পাওয়ার হিসেব বাদ দিয়ে শুধু জিততে চান সাকিব আল হাসান।


গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তাতে করে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয় সাকিবের দলের সামনে। তবে সেটা কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারেনি তারা।



promotional_ad

পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। ফলে ভারত ম্যাচের আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছে গত পাঁচ আসরের তিনবারের ফাইনালিস্টরা। টুর্নামেন্টের ফাইনাল খেলার সুযোগ না থাকায় ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার।


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৩১ মার্চ ২৫
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

সুপার ফোরে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারলেও সাকিব বললেন ভারত ম্যাচে তাদের চাওয়া-পাওয়া আছে। শেষ ম্যাচ জিতে দেশে ফিরতে পারলে ভালো হবে বলে জানান সাকিব। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘চাওয়া-পাওয়ার আছে আমরা যদি শেষ ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো দিক হবে।।’


ভারত ম্যাচে অন্য কিছুতে নজর না দিয়ে শুধু জেতায় মনোযোগ সাকিবের। বাংলাদেশের অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘না, এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।’



পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ইতোমধ্যে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তাই খুব বেশি গুরুত্ব বহন করে না। তবে ছন্দে থাকা ভারতের বিপক্ষে ম্যাচটি একেবারে সহজ হবে না সাকিবদের জন্য।


বাংলাদেশের অধিনায়কের জন্য জানতে চাওয়া হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে কিনা। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খেলার পরে বলতে পারবো, আগে কিভাবে বলি সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball