রংপুরের জার্সিতে বিপিএল খেলবেন পাথিরানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মাথিশা পাথিরানা। জাতীয় দলের হয়েও সময়টা ভালো যাচ্ছে তরুণ এই পেসারের। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতাতে অবদান রাখছেন নিয়মিতই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ক্রমশই হটকেক হয়ে উঠতে শুরু করেছেন তিনি।
টি-টেন লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং আইপিএলের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন পাথিরানা। রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের এবারের আসরে খেলবেন তরুণ এই পেসার। তবে পুরো মৌসুমের জন্য তাকে পাবে না রংপুর।

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলে শেষ দিকে বিপিএল খেলতে আসবেন পাথিরানা। ডানহাতি এই পেসারের পাশাপাশি বিশ্বের বড় বড় তারকাদের দলে ভেড়াতে শুরু করেছে রংপুর। ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিদের।
সেই সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে দলে টেনেছে রংপুর। যদিও বাবর ছাড়া বাকি দুই দুজনকে পুরো মৌসুম পাওয়া যাবে না। তবুও তারকা নির্ভর দল সাজাতে ব্যস্ত সময় পার করছে তারা।
এর আগে দেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছে রংপুর। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার রংপুরকে নেতৃত্ব দেবেন। রিটেইন ক্রিকেটারদের তালিকায় আছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদি ও হাসান মাহমুদ।
রংপুরের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও নিজেদের দল গোছাতে শুরু করেছে। যেখানে বিদেশি হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে তারা দলে নিয়েছে নাজিবউল্লাহ জাদরান। বরিশাল রিটেইন তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রেখেছে এনামুল হক বিজয় ও মেহেদি হাসান মিরাজকে।
দেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের সঙ্গে সরাসরি চুক্তি করেছে গত মৌসুমে ফাইনাল খেলা দলটি। খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিমকে দেখা যেতে পারে নেতৃত্বে। বিদেশি ক্রিকেটার হিসেবে ফখর জামানের সঙ্গে মোহাম্মদ আমির এবং শোয়েব মালিককে দলে নিয়েছে তারা। সিলেটে স্ট্রাইকার্সে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।