আর্চারের প্রত্যাবর্তনে আবারও বাদ পড়ার শঙ্কায় উইলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আর্চারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম
২ মার্চ ২৫
ঘরের মাঠে ২০১৯ সালের বিশ্বকাপে পেসার জফরা আর্চারের কাছে জায়গা হারাতে হয়েছিল ডেভিড উইলিকে। দল থেকে বাদ পরে হতাশ হয়েছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। অবশ্য আসন্ন বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন উইলি। একইসঙ্গে দীর্ঘ সময় চোটে থাকা আর্চারও ফিরেছেন দলের অনুশীলনে। ফলে আরও একবার দলে জায়গা হারানোটা যে অসম্ভব নয় সেটাই জানালেন উইলি।
শেষ ওয়ানডে বিশ্বকাপের আগেও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন উইলি। তবে আর্চারের জন্য সেবার কপাল পুড়েছিল তার। ফলে প্রথমবারের মত বিশ্বকাপ জয় করলেও ভালো-মন্দ উভয় অনুভূতিই কাজ করেছিল তার। নিজের সতীর্থরা যখন শিরোপা হাতে উল্লাসে মেতে উঠেছিলেন তখন সেখানে না থাকার আফসোস তাড়া করছিল উইলিকে। নিজের সেই অনুভূতি এবার জানালেন তিনি।
উইলি বলেন, 'আমি ২০১৫ সালের পর থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত দলের বড় অংশ ছিলাম। ফলে যেদিন দল বিশ্বকাপ জিতল সেদিন আমার মিশ্র অনুভূতি ছিল। আমি খুশি ছিলাম পাশাপাশি খারাপও লাগছিল। কারণ সেখানে আমার বামহাতটি (শিরোপার উপরে) থাকতে পারত। আমি আশা করি ক্রিকেটে আমার সঙ্গে এর থেকে খারাপ আর কিছু হবে না।'

এদিকে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন সেই আর্চার। ফাইনালসহ পুরো আসরে দারুণ বোলিং করেছিলেন ডানহাতি এই পেসার। ফলে দীর্ঘ সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও আসন্ন বিশ্বকাপে আর্চারকে ফিরে পেতে মরিয়া ইংল্যান্ড। গতকাল অবশ্য দলের অনুশীলনেও ফিরেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার।
দলের অনুশীলনে মাঠে ফেরাতে আরও একবার স্পটলাইটে এসেছেন আর্চার। যদিও ইংলিশ হেড কোচ ম্যাথু মট আগেই জানিয়েছিলেন আর্চারকে নিয়ে ঝুঁকি না নেয়ার কথা। তবে সুস্থতার নিশ্চয়তা না পাওয়ায় বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এই পেসারকে। আছেন ট্রাভেলিং রিজার্ভে। গতকাল অবশ্য বল হাতে বেশ ভালোই দেখাচ্ছিল আর্চারকে এমনটাই জানালেন উইলি।
উইলি বলেন, 'তাকে বেশ ভালো দেখাচ্ছিল। ফিটনেসের দিক থেকে জানি না তার কি অবস্থা। কিন্ত সে আজ (গতকাল) ভালো বোলিং করেছে। সবাই জানে সে কতটা ভালো, সে কি করতে পারে এবং কিভাবে সে খেলায় প্রভাব ফেলতে পারে। ফলে তাকে দলে পাওয়ার কাছাকাছি থাকা কিংবা ফিট হওয়ার থেকে দূরা না থাকাটাও দারুণ একটি সংবাদ।'
আর্চারের প্রত্যাবর্তনে অবশ্য জায়গা হারানোর শঙ্কা কিছুটা থেকেই যায়। পূর্ব অভিজ্ঞতা টেনে উইলি বলেন, 'কিছু পরিবর্তন তো হয় এবং সেটা যদি আমার ক্ষেত্রেই হয়... আমার জন্য নতুন কিছু নয় যা আমি আগে অনুভব করিনি। আমি সেখানে (ভারতে) গিয়ে পারফর্ম করতে চাই। ইংল্যান্ডের জন্য ম্যাচ জিততে চাই। আমাদের মধ্যে কে এগিয়ে থাকবে সেটা নির্ধারণ করা আমার কাজ নয়।'