এই জয় পেসারদের আত্মবিশ্বাস দেবে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
আফগানিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর পেসারদের তাণ্ডবে ম্যাচটি জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পেসারদের কৃতিত্ব দিতে ভুল করেননি সাকিব আল হাসান।
মিরাজের ১১২ রানের পর শান্তর ১০৪ রানে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৩৪ রানে। নাইম শেখ ২৮, মুশফিকুর রহিম ২৫ এবং সাকিব অপরাজিত ৩২ রান করে শেষদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা থামে ২৪৫ রানে। বাংলাদেশের পেসারদের মধ্যে তাসকিন আহমেদ চারটি এবং শরিফুল ইসলাম নেন তিনটি উইকেট। হাসান মাহমুদও নিয়েছেন একটি উইকেট।
জিম্বাবুয়ে সিরিজের দল নিয়ে ব্যাখ্যা দিলেন লিপু
৯ ঘন্টা আগে
তাদের কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, 'আমরা অলরাউন্ড ক্রিকেট খেলেছি। এই ম্যাচে টস জেতা ভালো ছিল। এতো গরমে খেলা চলিয়ে যাওয়াটা সহজ নয়। মেহেদী এবং শান্ত খুবই ভালো খেলেছে। তারাই সব আমাদের জন্য তৈরি করেছে। আমরা মেহেদীর ব্যাটিংয়ের সামর্থ্য সম্পর্কে জানি আফগানিস্তানের বিপক্ষে তার রেকর্ডও বেশ ভালো। ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করেছে। এই জয় তাদের অনেক আত্মবিশ্বাস দেবে।'
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। যদিও ম্যাচটি টাইগাররা হারে পাঁচ উইকেটের ব্যবধানে। সেই ম্যাচে নিজেদের সেরাটা না দিলেও তিন পরিবর্তন নিয়ে আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ।
সাকিব আরও বলেন, 'আমরা আমাদের সেরা চেষ্টাটুকুই করেছি এই ম্যাচে। প্রথম ম্যাচে হয়ত আমরা সেরাটা দিতে পারিনি। তবে এই ম্যাচে দিয়েছি।'