ছেলেকে সেঞ্চুরি উপহার শান্তর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেঞ্চুরির পর শান্তর স্বস্তি
১৮ মার্চ ২৫
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ এক ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬৩ রানে দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তিনি। ১০১ বলে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ১০৪ রানে রান আউটে ফেরেন তিনি। আর তাতে ভর করে বাংলাদেশও ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
নিজের এই সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন সদ্যজাত সন্তানকে। গত ১৬ আগস্ট স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ায় বিষয়টি জানান শান্ত। এরপর অবশ্য বেশি সময় ছিল না হাতে। এশিয়া কাপের জন্য ২৭ আগস্ট দেশ ছাড়তে হয় শান্তকে। ছেলেকে খুব বেশি সময় দিতে না পারলেও ব্যাট হাতে সেঞ্চুরি করে ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের মান বাঁচিয়েছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৯৪ রানের জুটি গড়েন তিনি। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়ে 'রক দ্য বেবি' সেলিব্রেশন করে নিজের সেঞ্চুরি উৎযাপন করেছেন শান্ত। যদিও সেঞ্চুরির পর রান আউট হয়ে ফেরায় ইনিংস বড় হয়নি তাঁর।
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
ইনিংস শেষে শান্ত বলেন, 'এই সেঞ্চুরি আমি আমার ছেলেকে উৎসর্গ করছি। আমরা দুই উইকেট (হারানো) নিয়ে চিন্তিত ছিলাম না। আমরা পরিস্থিতি এবং বলের যোগ্যতা অনুযায়ী খেলেছি। এটি ভালো একটি টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। এটা আমাকে বেশ সাহায্য করেছে। এটিই আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে। কারণ অনেক বিদেশী খেলোয়াড় এখানে খেলে।'
এদিন মেক শিফট ওপেনার হিসেবে নাইম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন মিরাজ। তিনিও পেয়েছেন সেঞ্চুরি। তাই সঙ্গীকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি শান্ত। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের মতো কিংবদন্তির সঙ্গে খেলতে পেরেও নিজেকে ভাগ্যবান মনে করছেন বাঁহাতি এই ব্যাটার।
শান্ত আরও বলেন, 'আমাদের ড্রেসিংরুমের পরিবেশ বেশ ভালো, আমরা সত্যিই ভাগ্যবান মুশফিক ও সাকিব ভাইয়ের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলতে পেরে। মিরাজ তার যোগ্যতা দেখিয়েছে এবং সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। আমরা যদি সামর্থ্য অনুযায়ী বল করতে পারি তাহলে আমার মনে হয় আমরা ম্যাচ জিতব।'