promotional_ad

‘কোহলি আমার বড়, আর বড়দের সম্মান করতে হয়’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি

৬ এপ্রিল ২৫
একটি অনুষ্ঠানে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের ক্রিকেট ভক্তরা বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের লড়াই দেখতেও মুখিয়ে আছেন। অনেকে তো কোহলি ও বাবরের মধ্যে তুলনা করেও বিতর্ক উস্কে দিচ্ছেন।


যদিও ভারতের মুখোমুখি হওয়ার আগে কোহলিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর। তিনি জানিয়েছেন কোহলি বয়সে বড় হওয়ায় তার প্রতি সবসময় শ্রদ্ধ রয়েছে তার। এভাবেই কোহলিকে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন বাবর।



promotional_ad

পাকিস্তান অধিনায়ক বলেন, 'বিতর্কটা ভক্তদের মধ্যে ছেড়ে দেন। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই এখানে পারষ্পারিক শ্রদ্ধা আছে। উনি আমার বড়, আমাদের বড়দের নিয়ে আলাদা সম্মান থাকে, তিনি যে দেশেরই হোন না কেন।'


আরো পড়ুন

পাকিস্তানকে গুঁড়িয়ে বাছাইপর্বের প্রস্তুতি সারলেন জ্যোতিরা

১৭ ঘন্টা আগে
বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অভিষেক ২০০৮ সালে। সময়ের পরিক্রমায় কোহলি নিজেকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফিটনেসের দিক দিয়ে বিশ্বের অনেক তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা এই ভারতীয় ব্যাটার।


অন্যদিকে বাবর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে। পাকিস্তানের সেরা ব্যাটার হলেও নিজেকে এখনও পরিণত করছেন তিনি। বাবর জানালেন কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। কোহলির অনেক সাক্ষাৎকার দেখে অনুপ্রেরণা পেয়েছেন বলে স্বীকার করেছেন বাবর।



তিনি বলেন, 'আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যখন ক্যারিয়ার শুরু করলাম, উনার অনেক সাক্ষাৎকার দেখেছি। ২০১৯ সালে উনার সঙ্গে কথা বললাম, যা আমাকে অনেক সাহায্য করেছে। আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না। শুধু ভারত না প্রত্যেক দেশের খেলোয়াড়দের মধ্যেই পারষ্পারিক বোঝাপড়া, শ্রদ্ধা আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball