নেটে আফ্রিদি-হারিসরা না থাকায় অভিজ্ঞতায় ভরসা রোহিতের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত
৩০ মার্চ ২৫
নেটে শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের বল খেললে অন্য বোলারদের খেলা সহজ হয়ে যায়, কদিন আগে এমন মন্তব্য করেছিলেন আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের এই ব্যাটারের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া গেল রোহিত শর্মার কথায়। নেটে আফ্রিদি-হারিসদের মতো বোলার না থাকার আক্ষেপ করলেও অভিজ্ঞতায় ভরসা রাখছেন ভারতের অধিনায়ক।
গতির সঙ্গে ইনসুইং থাকায় নতুন বলে ডানহাতি ব্যাটারদের জন্য ভয়ংকর হয়ে উঠেন শাহীন আফ্রিদি। সবশেষ দুই দেখায় ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ওভারের মধ্যে রোহিত ও লোকেশ রাহুলকে ফিরিয়েছিলেন শাহীন আফ্রিদি। বাঁহাতি এই পেসারের ইয়র্কার লেংথ ডেলিভারিতে রোহিতকে আউট করেছিলেন তিনি।

পরের ওভারে ভেতরে ঢোকা বলে রাহুলকে নিজের শিকার বানিয়েছিলেন শাহীন আফ্রিদি। পরের বিশ্বকাপে অবশ্য ভারতীয়দের সেভাবে ভোগাতে পারেননি পাকিস্তানের এই তারকা। তবে নাসিম শাহ ও হারিস রউফের গতির সামনে পরাস্ত হয়ে দ্রুতই সাজঘরে ফিরেছিলেন রাহুল ও রোহিত। দারুণ ছন্দে থাকা সূর্যকুমার যাদবও বিদায় নিয়েছিলেন হারিসের বলে আউট হয়েছে।
গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
১৮ জানুয়ারি ২৫
পাকিস্তানের সঙ্গে খেলা হলেই সাম্প্রতিক সময়ে ধস নামছে ভারতের টপ অর্ডারে। এটার সবচেয়ে বড় কারণ হতে পারে নেটে শাহীন আফ্রিদি কিংবা হারিসদের মানের বোলারদের বিপক্ষে খেলতে না পারা। তাদের গতির সঙ্গে একেবারেই পেরে উঠতে পারছেন না ভারতীয় ব্যাটাররা। নেটে পাকিস্তানের গতিময় পেসারদের খেলতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে ভারতের অধিনায়কের কথায়।
শাহীন আফ্রিদি-হারিসদের বিপক্ষে প্রস্তুতি নিয়ে রোহিত বলেন, ‘দেখুন আমাদের নেটে তো শাহীন, নাসিম, রউফদের মতো বোলার নেই (পাকিস্তানের বিপক্ষে প্রস্ততির জন্য)। তবে আমাদের বোলার যারা আছে তাদের দিয়েই আমরা অনুশীলন করেছি। আমাদেরও বেশ কয়েকজন মানসম্মত বোলার রয়েছে। সবাই ভালো পারফর্ম করেছে এবং এক সঙ্গেই খেলেছে। অবশ্য তারা তিনজনই (শাহীন, নাসিম, রউফ) দুর্দান্ত পারফর্ম করেছে।’
নেটে তাদের খেলতে না পারার ঘাটতি অভিজ্ঞতা দিয়ে পোষাতে চান রোহিত। তিনি বলেন, ‘দেখুন, সবসময়ই পাকিস্তানের মানসম্পন্ন বোলার থাকে। এখন আমরা অনেক বছর ধরে খেলছি। তাই আমাদের কিছু ধারণা রয়েছে তারা কিভাবে বল করে এবং কোথায় বল করতে পছন্দ করে। এখানে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।’