ভারতের বিপক্ষে ফখরের বিশ্রাম চান রমিজ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক
২০ ফেব্রুয়ারি ২৫
উইকেটে থিতু হলেও বারংবার ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন ফখর জামান। আফগানিস্তান সিরিজের পর দূর্বল শক্তির নেপালের সঙ্গেও ব্যাট হাতে রানের দেখা পাননি বাঁহাতি এই ওপেনার। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই ফখরকে বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে বছর শুরু করেছিলেন ফখর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেয়েছিলেন সেঞ্চুরিও। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর আবারও কিউইদের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান। যেখানে প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।

ফলে টানা তিন ম্যাচে সেঞ্চুরি তুলে নেন ফখর। স্বপ্নের মতো বছর শুরুর পর হঠাৎই খেই হারিয়ে বসেছেন অভিজ্ঞ এই ব্যাটার। হ্যাটট্রিক সেঞ্চুরির পরের সাত ম্যাচে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ফখরের অফ ফর্ম তাই ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। ফখরের মতো ক্রিকেটারের ফর্মে ফেরাটা সহজ নয় বলে জানান রমিজ।
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘ফখর জামানের সমস্যাটা অনেক বড়। সে একজন আনঅর্থোডক্স হিটার। কিন্তু তার মতো কেউ একজন যখন অফ ফর্মে যায় তখন সমাধান পেতে খানিকটা সময় নেয়। সে বোটম হ্যান্ডেড খেলোয়াড়। সে শুধু লেগ সাইডে খেলে এবং কোনভাবে সে সেটা মানিয়ে নেয় এবং রান করে। আফগানিস্তানের সঙ্গে সে তিনটি ম্যাচ খেলেছে এববং সেখানে ভালো করতে পারেনি।’
একজন ইনফর্ম ওপেনারকে খেলানোর পরামর্শ দিয়েছেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান মনে করেন, ইমাম উল হক দ্রুত আউট হয়ে গেলে বিপাকে পড়বে পাকিস্তান। ফখরকে বিশ্রাম দিলে তার এবং পাকিস্তানের লাভ হবে বলে জানান তিনি।
রমিজ বলেন, ‘তার শারিরীক ভাষা ঠিক নেই এবং পাকিস্তানের একজন ইনফর্ম ওপেনার প্রয়োজন। ইমাম যদি অল্পতে আউট হয়ে যায় তাহলে এটা চাপ তৈরি করবে। পাকিস্তানের আসলে ফখরকে দেখভাল করা প্রয়োজন। আমার বিশ্বাস তারা তাকে বিশ্রাম দেবে।’
‘তাকে বাইরে খানিকটা সময় কাটাতে দেবে। বাইরে থাকাটা তার জন্য ভালো, এমনকি পাকিস্তানের জন্যও। সে একজন ভালো ক্রিকেটার। পাকিস্তান তাকে সুযোগ দিয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে তার যে ফর্ম আছে তাতে সুযোগ দিলে খুব বেশি লাভ হবে না।’