ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে প্রিয় কোহলির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়
১৩ এপ্রিল ২৫
ক্রিকেটারদের ব্যাট-বল হাতে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হয় পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে। টি-টোয়েন্টিতেও থাকে দ্রুতগতিতে রান তোলার চ্যালেঞ্জ। তবে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি মনে করেন ওয়ানডে ক্রিকেটেই ব্যাটারদের দক্ষতার কঠোর পরীক্ষা দিতে হয়। কেননা এখানে কৌশলগত সিদ্ধান্ত, ধৈর্য, পরিস্থিতি অনুযায়ী খেলা ব্যাটারদের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে প্রিয় কোহলির।
ভারতের হয়ে ওয়ানডেতে ২০০৮ সালে অভিষেক হয়েছিল কোহলির। এরপর তিন সংস্করণেই ভারতের ভরসার নাম হয়ে উঠেন তিনি। সাদা পোশাকে পেয়েছেন ২৯টি সেঞ্চুরি। তবে একদিনের ম্যাচে কোহলির পরিসংখ্যানটা অসাধারণ। ২৭৫ ওয়ানডেতে ৫৭.৩২ গড়ে ৪৬টি সেঞ্চুরির মাধ্যমে করেছেন ১২ হাজার ৮৯৮ রান।

কোহলি অকপটেই স্বীকার করেছেন যে ওয়ানডে সংস্করণটি তার সবচেয়ে পছন্দের। অবশ্য এর কারণটাও ব্যাখ্যা করেছেন ক্যারিয়ারে ৭৬টি সেঞ্চুরি করা এই ব্যাটার। তার মতে ওয়ানডে ম্যাচ ব্যাটারদের সম্পূর্ণভাবে পরীক্ষা নেয়। পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো একজন ক্রিকেটারের দক্ষতাকে উন্নত করে তোলে।
রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই
১১ ঘন্টা আগে
স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, 'আমি ওয়ানডে ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেট সম্ভবত এমন একটি ফরম্যাট যা আপনার খেলাকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে। আপনার কৌশল, ধৈর্য, অবস্থা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ভিন্ন রকম ভাবে খেলতে পারার মাধ্যমে।'
কোহলির মতে ক্রিকেটে তার সেরা হয়ে উঠার পেছনে ওয়ানডের খেলার কৃতিত্ব রয়েছে। কারণ দলের জয়ের জন্য পরিস্থিতি বুঝে তাকে খেলতে হয়। ফলে তিনি মনে করেন ওয়ানডে খেলার চ্যালেঞ্জগুলো তার সেরাটা বের করেছে। যার কারণে তিনি ৫০ ওভারের ক্রিকেট খেলতে বেশি উপভোগ করেন।
কোহলি বলেন, 'আমি মনে করি এটি আপনাকে একজন ব্যাটার হিসেবে সম্পূর্ণভাবে পরীক্ষা করে। আমি মনে করি ওয়ানডে ক্রিকেট সবসময় আমার থেকে সেরাটা বের করেছে। কারণ আমি সেই চ্যালেঞ্জটি গ্রহণ করতে এবং আমার দলকে জয়ী করতে পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই।'
'আমি সর্বদা এটা (চ্যালেঞ্জ গ্রহণ) করার চেষ্টাই করেছি। তাই হ্যাঁ, যেমনটা আমি বলেছি, এটি নিয়মিত আমার ব্যাটিংয়ের সমস্ত দিকগুলোর পরীক্ষা করার সুযোগ দেয়। সত্যিই আমি এই কারণেই ওয়ানডে ক্রিকেট খেলা উপভোগ করি।'