promotional_ad

ইবাদতের হাঁটুতে অস্ত্রোপচার, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা ইবাদতের

১২ এপ্রিল ২৫
মোহামেডানের ক্রিকেটারদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন ইবাদত হোসেন। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। এই ইনজুরি থেকে সেরে উঠতে আজ লন্ডনে অপারেশন করাচ্ছেন তিনি। এই অপারেশনের কারণে বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন ইবাদত।


এসিএল ইনজুরি থেকে মাঠে ফিরতে সময় লাগে ছয় থেকে আট মাস। এদিকে ভারতে বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। বিশ্বকাপ তো বটেই হাঁটুর এই অপারেশনের পর এই বছরই মাঠে ফেরার সম্ভাবনা নেই ইবাদতের।


promotional_ad

শুধু হাঁটু নয়, যেকোনো অপারেশনের পরই কোনও ক্রিকেটারের পুনর্বাসন শেষ করে মাঠে ফিরতে অন্তত দু'মাস সময় লাগে। সামনেই বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ নেই ইবাদতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।


আরো পড়ুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিসানের ব্যাটে আবাহনীর জয়

৮ ঘন্টা আগে
আবাহনীর ক্রিকেটারদের একাংশ

সেই সূত্র ছাড়াও এই ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছে ক্রিকফ্রেঞ্জি। দেবাশীষ বলেন, 'ইবাদতের আজ অপারেশন হচ্ছে। আপাতত এটা বলা মুশকিল কয় মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে। অপারেশনের ধরণ সম্পর্কে বুঝে আমরা ব্যবস্থা নিব। কাল নাগাদ আমরা বুঝে যাব ও কতদিন মাঠের বাইরে থাকবে।'


জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাম হাঁটুতে চোট পেয়েছিলেন ইবাদত। সেই চোটে খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজেও। পুনর্বাসন প্রক্রিয়া শেষে হালকা বোলিংও শুরু করেছিলেন এই পেসার।


ইবাদতকে রেখে অবশ্য এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে বিশ্বকাপের কথা ভেবে এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজম্যান্ট। আর তাই তাকে এশিয়া কাপে রাখা হয়নি। তার জায়গায় এশিয়া কাপ খেলতে যাচ্ছেন তানজিম সাকিব।

শেষ পর্যন্ত বিশ্বকাপও খেলা হচ্ছে না বাংলাদেশের এই পেসারের। সেক্ষেত্রে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গায় খেলতে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball