‘অন্য দল আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে, প্রস্তুত ভারতও’, বলছেন দ্রাবিড়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই
১২ ঘন্টা আগে
আসন্ন বিশ্বকাপে এগিয়ে থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ক্রিকেটাররা, এমনটাই মনে করছেন রাহুল দ্রাবিড়। ভারতের কন্ডিশনে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে তারা, এমনটাই বিশ্বাস ভারতের হেড কোচের। যদিও এ নিয়ে চিন্তিত নন তিনি।
গেল এক যুগে ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এনেছে আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেটে ছোটো দলগুলোর সঙ্গে বড় দলের পার্থক্যও কমিয়ে দিয়েছে মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এই আইপিএল খেলতে দুই-আড়াই মাসের জন্য ভারতে আসেন প্রায় ৮০ জনের মতো বিদেশি ক্রিকেটার।

সবাই হয়তো একাদশে খেলার সুযোগ পান না, তবে ভারতের কন্ডিশনে দ্রুত অভ্যস্ত হয়ে যান তারা। এসব জানা আছে দ্রাবিড়ের। যদিও এসব নিয়ে একেবারেই বিচলিত নন ভারতের হেড কোচ। নিজ দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।
দ্রাবিড় বলেন, 'এই টুর্নামেন্টে বেশ ভালো কিছু দল আছে। তবে আমি মনে করি, ঘরের মাঠে খেলা হলে কিছুটা এগিয়ে থাকা যাবে, বিশেষ করে উপমহাদেশে। তবে শেষ ১০-১২ বছরে এখানে বড় পরিবর্তন হয়েছে। কেননা সবাই এখানে আসে এবং খেলে।'
'বিশেষ করে আইপিএলের মতো আসর। যেখানে সবাই দু'মাসের জন্য আসে এবং কন্ডিশনে মানিয়ে নেয়। সুতরাং এটা ক্লোজ টুর্নামেন্টই হবে। এটা কঠিন এক আসর হতে যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, খুবই রোমাঞ্চিত। কোচ হিসেবে আমি একটু মোকাবেলা করতে মুখিয়ে আছি।'
৮ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এরপর একে একে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা।