promotional_ad

এশিয়া কাপ শেষ লিটনের, শ্রীলঙ্কা যাচ্ছেন বিজয়

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


জ্বরের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পেরে উঠতে পারলেন না লিটন দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই উইকেটকিপার। লিটনের বদলি হিসেবে এশিয়া কাপে বাংলাদেশের দলে ডাক পেলেন এনামুল হক বিজয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সবশেষ ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান এসেছিল তার ব্যাট থেকে। তিন সেঞ্চুরির সঙ্গে করেছিলেন তিনটি হাফ সেঞ্চুরিও। যেখানে ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন বিজয়। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি। কদিন আগে জানা যায় শৃঙ্খলা ভঙের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।


লিটনের ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ডানহাতি এই ওপেনারের। ফলে দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন বিজয়। এদিকে সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। মোহাম্মদ সিরাজদের বিপক্ষে সেই সিরিজে তিন ম্যাচে সব মিলিয়ে ৩০ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।


promotional_ad

এর আগে জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করলেও ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয় বিজয়কে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়। সেই পারফরম্যান্সই তাকে ২০১৯ সালের পর জাতীয় দলে ঢুকতে সহায়তা করেছিল।


বিজয়কে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।'


যদিও খুব বেশিদিন জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি। বিশ্বকাপের আগে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজেকে ভালোভাবে প্রমাণের চ্যালেঞ্জ থাকবে তার সামনে। ব্যাক আপ ওপেনার হিসেবে বিশ্বকাপের বিমান ধরবে এশিয়া কাপে ভালো করার বিকল্প নেই বিজয়ের হাতে।


এশিয়া কাপে খেলতে না পারলেও নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে লিটনকে। সেই সিরিজে ফিরতে পারেন তামিম ইকবাল। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এশিয়া কাপে নেই বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। সুস্থ হয়ে উঠতে পারলে বিশ্বকাপেও খেলবেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে থাকবেন লিটন।


এদিকে বিজয় ছাড়াও এশিয়া কাপের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাদের দুজনকেই দেখা যেতে পারে ইনিংসের গোড়াপত্তন করতে। গত ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেন করেছিলেন তারা দুজন।


এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, হাসান মাহমুদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহম্মদ নাইম শেখ এবং নাসুম আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball