দুই হাতে সুযোগ লুফে নেবেন তানজিদরা, বিশ্বাস হেরাথের

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন
১২ ঘন্টা আগে
ইমার্জিং এশিয়া কাপের সর্বশেষ আসর হয়েছে শ্রীলঙ্কায়। দল হিসেবে ভালো করতে পারেনি বাংলাদেশ। বাদ পড়েছিল সেমিফাইনাল থেকেই। তবে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তানজিদ হাসান তামিম। এই পারফরম্যান্সই তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
সেই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৪৪.৭৫ গড়ে ১৭৯ রান এসেছিল তানজিদের ব্যাট থেকে। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৬৮ রানের। এবার সেই শ্রীলঙ্কাতেই জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছেন তানজিদ।

শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ দলের সঙ্গে যেতে পারেননি অভিজ্ঞ ওপেনার লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাই তার খেলা হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। ফলে এই ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে তানজিদের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
ক্যান্ডিতে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সে (তানজিদ) ইমার্জিং দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় কয়েকজন ড্যাবুটেন্ট আছে যাদের অভিষেক হতে পারে। তারা সুযোগের অপেক্ষায় থাকবে। আশা করি তারা দুই হাতে সুযোগ লুফে নেবে।'
তানজিদের সঙ্গে ইমার্জিং এশিয়া কাপে খেলে এসেছেন নাইম শেখও। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন নাইম। এর ফলে জাতীয় দলেও জায়গা ফিরে পেয়েছেন এই ওপেনার। এশিয়া কাপে তার ইমার্জিং টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন হেরাথ।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, 'সে ফিরে এসেছে দেখে ভালো লাগছে। ইমার্জিং এশিয়া কাপেও ভালো করেছে। তার এখানে খেলার অভিজ্ঞতা ও জ্ঞান আছে যেটা তাকে ভালো করতে সাহায্য করবে। সে ভালো একটি অবস্থায় আছে। এই মুহূর্তে সে ভালো করছে।'