promotional_ad

নেপালকে হালকাভাবে নিচ্ছি না: বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে নতুন হলেও নেপালকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিক পাকিস্তান।


দলটির অধিনায়ক বাবর আজম জানিয়েছেন নেপালের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে চান তারা। এই ম্যাচ জিতে ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে চায় পাকিস্তান। নেপালের বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছেন তারা নজর কেড়েছেন বাবরের।


promotional_ad

পাকিস্তান অধিনায়ক বলেছেন, 'আমাদের মনোযোগ এখন আগামী কালকের ম্যাচে নেপালের বিপক্ষে। তাদের ভালোমানের ক্রিকেটার রয়েছে। এ কারণে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না এবং আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।'


আরো পড়ুন

২ বছরের জন্য নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল

২৯ মার্চ ২৫
নেপালের নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল

নেপালের বিপক্ষে খেলার পরই ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিমান ধরবে পাকিস্তান। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর তারা মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। এখনই অবশ্য ভারত ম্যাচ নিয়ে ভাবতে চান না বাবর। হাইভোল্টেজ সেই ম্যাচের আগেই নিজেদের ভাবনার কথা জানাবেন তিনি।


বাবর বলেছেন, 'যখন সময় আসবে তখনই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা করবো।' ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়েই এশিয়া কাপে খেলতে নামছে বাবর আজমের দল। কদিন আগেই তারা আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে।


বাবর জানিয়েছেন অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার মূল লক্ষ্য ছিল দলের ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনা। এই পর্যায়ে এসে পাকিস্তান অধিনায়কের মনে হচ্ছে নিজের সেই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ করেছেন তিনি।


বাবর বলেন, 'যখন আমি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলাম আমার লক্ষ্য ছিল দলের মানসিকতায় পরিবর্তন আনা এবং আমি সেটা সফলভাবে করতে পেরেছি। আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে চলেছি। আগামী কয়েক মাসে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় কিছু ম্যাচ আছে এবং আমরা দেশের হয়ে ভালো পারফর্ম করতে চাই।।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball