promotional_ad

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে নেই হাসারাঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এশিয়া কাপ শুরুর মাত্র একদিন আগেই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৭ সদস্যের দলে নেই তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া দুশমান্থ চামিরাকেও দেখা যাবে না এই টুর্নামেন্টে। এশিয়া কাপে খেলা হচ্ছে না দিলশান মাদুশঙ্কারও।


লাহিরু কুমারাকে নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে। তিনিও ছিটকে গেছেন এশিয়া কাপের দল থেকে। এশিয়া কাপে হাসারাঙ্গা না থাকায় তার বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। দলে আছেন আরেক লেগ স্পিনার দুশান হেমান্থাও।


promotional_ad

শীর্ষ ক্রিকেটারদের ইনজুরিতে সুযোগ পেয়েছেন বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান। এদিকে ২ বছরের বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন কুশাল পেরেরা। যদিও এখনও ভাইরাল ফ্লুতে আক্রান্ত তিনি। দ্রুতই তার শ্রীলঙ্কা দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা রয়েছে।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

শ্রীলঙ্কা দলের সবচেয়ে বড় তারকা হাসারাঙ্গা সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। এ কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালেও খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টটির সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট সংগ্রাহকও হয়েছিলেন তিনি।


বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ৫ সেপ্টেম্বর তারা আফগানিস্তানের মুখোমুখি হবে। এই গ্রুপটিকেই গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। কারণ গ্রুপ 'এ' তে থাকা ভারত ও পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপাল।


এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড-


দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুসান হেমন্থ, বিনুরা ফার্নান্দে, প্রমোদ মাদুশান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball