শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে নেই হাসারাঙ্গা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপ শুরুর মাত্র একদিন আগেই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৭ সদস্যের দলে নেই তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া দুশমান্থ চামিরাকেও দেখা যাবে না এই টুর্নামেন্টে। এশিয়া কাপে খেলা হচ্ছে না দিলশান মাদুশঙ্কারও।
লাহিরু কুমারাকে নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে। তিনিও ছিটকে গেছেন এশিয়া কাপের দল থেকে। এশিয়া কাপে হাসারাঙ্গা না থাকায় তার বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। দলে আছেন আরেক লেগ স্পিনার দুশান হেমান্থাও।

শীর্ষ ক্রিকেটারদের ইনজুরিতে সুযোগ পেয়েছেন বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান। এদিকে ২ বছরের বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন কুশাল পেরেরা। যদিও এখনও ভাইরাল ফ্লুতে আক্রান্ত তিনি। দ্রুতই তার শ্রীলঙ্কা দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা রয়েছে।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কা দলের সবচেয়ে বড় তারকা হাসারাঙ্গা সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। এ কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালেও খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টটির সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট সংগ্রাহকও হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ৫ সেপ্টেম্বর তারা আফগানিস্তানের মুখোমুখি হবে। এই গ্রুপটিকেই গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। কারণ গ্রুপ 'এ' তে থাকা ভারত ও পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপাল।
এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুসান হেমন্থ, বিনুরা ফার্নান্দে, প্রমোদ মাদুশান।