promotional_ad

‘হিরো হওয়ার চেষ্টা করো না, মাথা কাজে লাগাও’, বুমরাহকে এনটিনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএলের জৌলুশ কমবে না: ধুমাল

১৭ মে ২৫
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল

কদিন আগেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে এখনই নিজের ওপর চাপ নিতে বুমরাহকে বারণ করেছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি।


তিনি মনে করেন ভারতীয় এই পেসারের হিরো হওয়ার চেষ্টা না করে মাথা কাটিয়ে বল করা এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। নিজের ওপর বেশি চাপ নিয়ে ফেললে তা বুমরাহর জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন এই সাবেক প্রোটিয়া পেস তারকা।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমরা সবাই জানি জসপ্রিত বুমরাহ দারুণ বোলারদের মধ্যে একজন যার খেলা সবাই দেখতে চায় এবং তার মতো পারফর্ম করতে চায়। কিন্তু আমার দৃষ্টিকোণ হচ্ছে সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে তার উচিত মাথা খাটানো ও নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। প্রথম দিন থেকেই তার হিরো হওয়ার চেষ্টা করা উচিত না।'


চোটের কারণে বুমরাহ অনেক পিছিয়ে পড়েছেন সেটা মানছেন এনটিনি। তবে এটাকে চাপ ভাবা উচিত না বলেই মনে করেন এই সাবেক পেসার। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট। সেখানে সেরা অবস্থানে থাকতে বুমরাহর কঠোর পরিশ্রমের বিকল্প নেই।


বুমরাহকে পরামর্শ দিয়ে এনটিনি বলেন, 'এটাই আমার একমাত্র পরামর্শ বুমরাহর কাছে। তাকে চোট নিয়ে ভাবতে হবে না। হ্যা এটা, এটা তাকে পেছনে ফেলে দিয়েছে কিন্তু এখন তার নিজের সেরাটা বের করে আনার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমরা জানি, সবাই জানি যখন সময় হবে সে যেন তার সেরা অবস্থানে থাকে।'


ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির প্রশংসাও করেছেন এনটিনি। তিনি নাকি সাউথ আফ্রিকার বোলারদের বলে দিয়েছেন কোহলিকে স্লেজিং না করতে। কারণ ব্যাটিংয়ের সময় তাকে বিরক্ত করতে আরও রুদ্রমূর্তি ধারণ করেন কোহলি। এটাই তাকে আরও তাঁতিয়ে দেয়।


এনটিনি বলেন, 'আমাকে যদি কোনো সাউথ আফ্রিকার বোলার প্রশ্ন করে তবে আমি তাকে এটাই বলি যে কখনও বিরাট ব্যাট করার সময় বিরক্ত না করতে। তাহলে হিতে বিপরীত হবে। খেলার রাশ এমনিতেই বিরাট নিজের দিকে নিয়ে নেবে। সে নিজেও এমনটাই চায় যে কেউ ওকে উত্তেজিত করে তুলুক মাঠে স্লেজিংয়ের মাধ্যমে। তাহলেই নিজের সেরা খেলাটা বের হয়ে আসে কোহলির ব্য়াটে। তাই এই ভুলটা কখনও করা উচিত না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball