promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস

১৩ ঘন্টা আগে
লিটন দাসের বদলি বেন ম্যাকডারমট

শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হয়নি লিটন দাসের। দল লঙ্কা দ্বীপে পৌঁছানোর দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি এই ক্রিকেটার। ২৯ আগস্টও (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিমান ধরা হয়নি তার। তাই শুরুর ম্যাচে লিটনকে যে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত।


বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। ৩ সেপ্টেম্বর লাহোরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। তাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি লিটনের।


promotional_ad

লিটনকে শুরু থেকে পাওয়া প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'সুস্থ হলে আজ তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।'


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

১২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে লিটনের আরেকটি পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার রিপোর্টের উপর বোঝা যাবে তার অবস্থা। সুস্থবোধ করলে বুধবার সকালেই শ্রীলঙ্কার বিমান ধরবেন দেশের এই নির্ভরযোগ্য ক্রিকেটার।


এদিকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শ্রীলঙ্কা যাওয়ার আগে জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে বুধবারও লিটনকে শ্রীলঙ্কায় নেওয়ার চেষ্টা করবেন তারা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


জালাল বলেন, 'লিটন সুস্থ হলে সে যাবে, আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে। যদি আজ সুস্থ হয়ে যায় তাহলে কালকের মধ্যে ওকে শ্রীলঙ্কা (কলম্বো) নিয়ে যাওয়ার চেষ্টা করব। সে তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, নির্ভরযোগ্য ওপেনার।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball