promotional_ad

সূর্যকুমারের কাছে ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে কঠিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার

১৯ মার্চ ২৫
প্রথম ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া (ডানে), নেতৃত্বে সূর্যকুমার যাদব (বামে), ফাইল ফটো

টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ক্রিকেট বিশ্বের এক নম্বর ব্যাটার। দিন দিন নিজের সব রেকর্ডকে ঈর্ষনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন তিনি। অথচ ওয়ানডে ক্রিকেটে পুরোপুরিই ভিন্ন চিত্র। ক্রিকেটের এই সংস্করণে সূর্যকুমারের পারফরম্যান্স যেন একটু বেশিই ম্লান। সেটা স্বীকার করছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার নিজেই। জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি কঠিন লাগে তার।


টি-টোয়েন্টিতে ৫৩ ম্যাচ খেলে ৪৬.০২ গড় আর ১৭২.৭০ স্ট্রাইকরেটে এক হাজার ৮৪১ রান করেছেন সূর্যকুমার। অথচ ওয়ানডের পারফরম্যান্স বেশ বিবর্ণ তার। ২৬ ম্যাচে ১০১.৩৮ স্ট্রাইকরেট আর ২৪.৩৩ গড়ে ৫১১ রান করেছেন তিনি।


promotional_ad

এমনকি সূর্যকুমারের লিস্ট-এ ক্রিকেটের গড়ও ভালো নয়, ৩৩.৯৮। এই বছর চার নম্বরে সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। আপাতত অবশ্য দুর্বলতা কাটিয়ে উঠছেন সূর্যকুমার। রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি।


আরো পড়ুন

এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি

৬ এপ্রিল ২৫
একটি অনুষ্ঠানে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি

সম্প্রতি সূর্যকুমার বলেন, 'একদিনের ম্যাচে ভারসাম্য রাখা আসল। এজন্য আমি অনেক অনুশীলন করছি। এরসঙ্গে রাহুল ভাই, রোহিত ভাই, বিরাট ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি ওয়ানডেতে রান পাব।'


'সবাই বলে আমার জন্য নাকি কেবল টি-টোয়েন্টিই ভালো। তবে দুটোই সাদা বলের খেলা। ৫০ ওভারের ক্রিকেটে রান করার উপায় এখনো আয়ত্ত করতে পারিনি। কঠোর অনুশীলন করছি। আমার কাছে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট এটাই।'


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। তারপর তিন সংস্করণেই খেলা হয়ে গেছে ৩২ বছর বয়সী সূর্যকুমারের। ক্যারিয়ারে অবশ্য মাত্র একটি টেস্টই খেলেছেন। ওয়ানডে ক্রিকেটকে টেস্ট ও টি-টোয়েন্টির সংমিশ্রণ হিসেবেই দেখছেন তিনি।


তিনি আরও বলেন, 'ওয়ানডেতে কিন্তু বাকি দুই সংস্করণ মেশানো আছে। শুরুতে ক্রিজে থিতু হতে হবে। প্রান্ত বদল করে খেলতে হবে। শেষ দিকে গিয়ে টি-টোয়েন্টির মেজাজে খেলতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball