কনুইয়ের চোটে সিপিএল শেষ ডু প্লেসির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
কনুইয়ের চোটে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন ফাফ ডু প্লেসি। এই চোটের ফলে তাকে অস্ত্রোপচারও করাতে হচ্ছে। এবারের আসরে দলটির অধিনায়কও ছিলেন ডু প্লেসি।
এই প্রোটিয়া ক্রিকেটারের অবর্তমানে সেন্ট লুসিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে সিকান্দার রাজাকে। এই মাসেই দলটির হয়ে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের এই ক্রিকেটারের। এবার তার কাঁধেই নেতৃত্ব তুলে দিচ্ছে দলটির ম্যানেজমেন্ট।
ডু প্লেসির বিকল্প হিসেবে সেন্ট লুসিয়া দলে ভেড়াতে চলেছে সিপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক কোলিন মুনরোকে। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের পরই ডু প্লেসি জানিয়েছেন অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।

এ কারণে সাউথ আফ্রিকায় ফিরে যাচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে তার মাঠে ফিরতে তিন মাসের মতো সময় লাগতে পারে। ইন্সটাগ্রামে নিজেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডু প্লেসি।
ইয়ান বিশপের সঙ্গে ম্যাচ শেষের আলাপে ডু প্লেসি বলেন, 'ফলাফল নিয়ে আমি খুশি। টুর্নামেন্টের এমন কঠিন মুহূর্তে দলকে ছেড়ে যাওয়ার জন্য অবশ্য খারাপ লাগছে বিশেষ করে যখন আপনি অনুভব করবেন দল ভালো শুরু করেছে টুর্নামেন্টে।'
নাইট রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডু প্লেসি। এই ইনিংসে ভর করেই সেন্ট লুসিয়া ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল। এরপর তারা ৫৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এর আগে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ৩২ বলে ৪৬ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি।
এমন পারফরম্যান্সের পর ডু প্লেসিকে ছাড়া ভুগতে হবে দলটিকে। সেটাই অনুমেয়। এই প্রোটিয়া ব্যাটার জানিয়েছেন দুই বছর ধরেই এই চোট নিয়ে খেলেছেন তিনি। এর মধ্যে ৮টি ইঞ্জেকশনও নিয়েছেন। তবে চোটের অবস্থা বেগতিক দেখে দ্রুতই অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।
অস্ত্রোপচারের খবর জানিয়ে ডু প্লেসি বলেন, 'আমার জন্য চ্যালেঞ্জ হলো এই চোট নিয়ে আমি দুই বছর খেলেছি। এই সময়ের মধ্যে আমি আমার কুনুইতে আটটি ইনঞ্জেকশন নিয়েছি। আমি এখন এমন একটি পর্যায়ে রয়েছি যখন এই চোট আমার শরীরের জন্য আর ভালো নয়। তাই অপারেশনই শেষ ব্যবস্থা। আমি এটা করাতে চাইনি, কিন্তু এখন সময় হয়েছে। অস্ত্রোপচারের জন্য বিমান ধরতে হবে।'