promotional_ad

আপনি সবসময় বিশ্বকাপ জিতবেন না: গাঙ্গুলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের ফাইনাল কলকাতাতেই হবে, বিশ্বাস গাঙ্গুলির

১৮ মে ২৫
কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি

প্রায় এক দশক ধরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা নেই ভারতের। ঘরের মাঠে হওয়া ২০১১ বিশ্বকাপে জিতেছিল সবশেষ ওয়ানডে শিরোপা জিতেছিল তারা। এক যুগ পর আবারও ভারতের মাটিতে বসতে যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ। ভারতীয় সমর্থকদের আশায় বুক বাঁধছেন যে আবারও নিজেদের মাটিতে শিরোপা উঁচিয়ে ধরবেন বিরাট কোহলিরা। এদিকে ভারতকে ভালো দল হিসেবে আখ্যা দিলেও সৌরভ গাঙ্গুলি মনে করেন, সবসময় বিশ্বকাপ জেতা যায় না।


মহেন্দ্র সিং ধোনির অধীনে সবশেষ ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত। ধোনির অধীনে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও জিতেছিল তারা। এরপর এক দশকে দুটি ওয়ানডে বিশ্বকাপ, তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়নস ট্রফি কিংবা দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো টুর্নামেন্টে হয়েছে।


promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলেও ট্রফি জেতেনি ভারত। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে বেশিরভাগ সময়ই ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এশিয়া কাপ, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অস্ট্রেলিয়া সিরিজের মতো করে চাইলেই যে বিশ্বকাপ জেতা যায় না সেটা মনে করিয়ে দিয়েছেন গাঙ্গুলি।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

সাইকেল পিউর আগরবাতির আয়োজিত অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ‘আপনি সবসময় বিশ্বকাপ জিতবেন না। আপনার কখনও খারাপ সময় যাবে, কখনও বা সাফল্য পেতে সময় লাগবে। তাদেরকে (ভারত) ভালো ব্যাটিং করতে হবে। তারা যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে জিতবে।’


‘বিশ্বকাপ ভিন্ন জিনিস, এশিয়া কাপ আলা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজও আলাদা। প্রত্যেকটা টুর্নামেন্ট নির্ভর করে আপনি নির্দিষ্ট মুহূর্তে আপনি কিভাবে খেলছেন। ভারত খুবই শক্তিশালী দল। কিন্তু বিশ্বকাপের সময়টায় তাদেরকে ভালো খেলতে হবে।’


এবারের এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি যুবেন্দ্র চাহাল। তার জায়গায় একাদশে সুযোগ মিলেছে অক্ষর প্যাটেলের। সবশেষ এক বছরে দারুণ ছন্দে আছেন তিনি। অলরাউন্ডার হওয়ায় দারুণ বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করেন অক্ষর। চাহালের পরিবর্তে অক্ষরকে দলে নেয়ায় নির্বাচকরা সঠিক কাজ করেছে বলে মনে করেন গাঙ্গুলি।


ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘তারা (নির্বাচকরা) চাহালকে রেখে অক্ষর প্যাটেলকে নিয়ে কারণ তার ব্যাটিং। আমার মনে এটা খুব ভালো নির্বাচন। চাহাল এখনও ফিরে আসতে পারে যদি কেউ ইনজুরিতে পড়ে। এটা ১৭ জনের স্কোয়াড। দুজন যেকোনভাবেই বাদ পড়বে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball