আমি চাই বাবর সমালোচিত হোক: আবিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক সময় অমিত সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ধরা হতো আবিদ আলীকে। ক্যারিয়ারের শুরুর দিকে সেই সম্ভাবনার ডালপালাও মেলেছিল। তবে সময়ের ব্যবধানে জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন তিনি। দলের বাইরে থাকলেও পাকিস্তান দল নিয়ে এখনও নিয়মিত খোঁজ খবর রাখেন আবিদ।
পাকিস্তানের এই ব্যাটার সম্প্রতি ক্রিকেট পাকিস্তানের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চান বাবর সমালোচিত হোক। তাহলেই তার পারফরম্যান্স বেরিয়ে আসে। বাবরের মতো একজন তারকা পাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য আশীর্বাদ স্বরূপ, এমনটাই বিশ্বাস আবিদের।

তিনি বলেন, 'এটাই ভালো, বাবরের সমালোচনা হওয়া উচিত। যখন তাকে নিয়ে সমালোচনা হয়, আল্লাহ তাকে এমনভাবে আশীর্বাদ করেন যে সে কোনো বাধা ছাড়াই পারফর্ম করে। বাবর আমার সঙ্গে খেলেছে, সে আমার জুনিয়রও। এখন সে বিশ্বমানের খেলোয়াড়। সে পাকিস্তানের এমন একজন তারকা যা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।'
২-১ ম্যাচে পারফর্ম না করলেই বাবরের সমালোচনায় মুখর হয় সবাই। আবিদের বিশ্বাস বাবরের সমালোচকরাও চান পাকিস্তানের এই ব্যাটার রান করুক। পাকিস্তানের হয়ে বাবর ভবিষ্যতেও পারফর্ম চালিয়ে যাবেন বলে বিশ্বাস আবিদের।
ডানহাতি এই ব্যাটার বলেন, 'তার ব্যাটিং দেখা সব সময়ই উপভোগ্য। আশা করি সে পাকিস্তান দলের হয়ে পারফরম্যান্স চালিয়ে যেতে পারে। যদি এক বাঁ দুটি ম্যাচে সে পারফর্ম না করে তাহলে মানুষ বলতে শুরু করে বাবর কেন পারফর্ম করেনি। এমনকি যারা বাবরের সমালোচনা করেন তারাও চান তিনি পারফর্ম করুক।'
প্রত্যেক ক্রিকেটারেরই কোনো না কোনো জায়গায় ঘাটতি থাকে। তবে বাবরের সেইদিক থেকে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে। ঘাটতি থাকলেও বাবর চাইলে পরের ম্যাচেই পারফর্ম করে সমালোচনার জবাব দিতে পারেন বলে বিশ্বাস আবিদের।
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের প্রশংসা করে তিনি বলেন, 'একজন ক্রিকেটার যে মাঠের ভেতরে খেলছে তাকে প্রতিটি দিক বিবেচনায় রাখতে হবে। বাবরকেও অবশ্যই ভাবতে হবে এবং সে অবশ্যই উপলব্ধি করে। তার যদি কোথাও ঘাটতি থাকে তাহলে পরের ম্যাচেই সেঞ্চুরি করে তা পূরণ দিতে পারে এবং এরপর সবাই তার প্রশংসা করে।'