ভারতের টপ অর্ডারকে ‘বিরক্ত’ করতে চান না গাভাস্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের
১ এপ্রিল ২৫
আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের টপ অর্ডারে কোনও পরিবর্তন চান না সুনীল গাভাস্কার। তবে নতুন বলে দ্রুত উইকেটের পতন এড়াতে বিরাট কোহলিকে চার নম্বরে নামার পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি এই ওপেনার।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ভারতের চিন্তা জুড়ে আছে মিডল অর্ডার। ইনজুরির কারণে লম্বা সময় ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল এবং ঋষভ পান্তদের মতো পরীক্ষিতরা। এদের ছাড়া সেভাবে সুবিধা করতে পারছে না ভারত।

এই সময়টায় সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসনদের নিয়ে মিডল অর্ডারের পরীক্ষা-নিরিক্ষা চালালেও বারবারই হতাশ হতে হচ্ছে ভারতকে। সূর্যকুমার, স্যামসনরা টি-টোয়েন্টিতে ???েশ সিদ্ধহস্ত হলেও ওয়ানডেতে দলকে এখনও তাদের কেউই আশার আলো দেখাতে পারেননি।
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
এশিয়া কাপের স্কোয়াডে ফিরেছেন রাহুল-আইয়াররা। যদিও ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও আসেনি তাদের। এদিকে শ্রীলঙ্কার উইকেটে নতুন বলে দ্রুতগতিতে উইকেট হারাতে পারে ভারত। এসব দিক বিবেচনায় কোহলিকে চার নম্বরে চান গাভাস্কার,
'সব দলকেই স্বাচ্ছন্দ্যে আসতে হবে (এশিয়া কাপ জিততে)। তবে আমি টপ অর্ডারকে বিরক্ত করতে চাই না। আমি মনে করি না রোহিত শর্মা নিচের দিকে ব্যাটিংয়ের চিন্তা করবে। হ্যাঁ, আপনি কোহলিকে চার নম্বরে খেলাতে পারেন.. যদি নতুন বলে শুরুর দিকে দ্রুতগতিতে উইকেট পড়তে থাকে।'
ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৯ বার চার নম্বরে নেমেছেন কোহলি। এই পজিশনে ৫৫.২১ গড় এবং ৯০.৬৬ স্ট্রাইক রেটে এক হাজার ৭৬৭ রান করেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।