ভারতে চাহালের চেয়ে ভালো স্পিনার দেখেন না হরভজন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১২-১৩ কোটি রুপির বেশি প্রত্যাশা করেননি চাহাল
৩ ডিসেম্বর ২৪
রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, তিন স্পিনারকে রেখে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে ভারত। তবে সেখানে জায়গা মেলেনি যুবেন্দ্র চাহালের। অথচ স্কোয়াডে থাকা তিন স্পিনারের চেয়ে চাহালকে এগিয়ে রাখছেন হরভজন সিং। এমনকি ভারতে ডানহাতি এই লেগ স্পিনারের চেয়ে ভালো কাউকে দেখেন না সাবেক এই ক্রিকেটার।
একটা সময় ভারতের সীমিত ওভারের দলে কিংবা একাদশে নিয়মিতই থাকতেন চাহাল। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে দৃশ্যপট। দলে থাকছেন তবে একাদশে জায়গা পাচ্ছেন খুব কমই। সবশেষ ১২ মাসে ২২ ওয়ানডে খেলেছে ভারত। যেখানে চাহাল খেলতে পেরেছেন মোটে ৫ ম্যাচ।

চলতি বছর ভারতের খেলা ১২ ওয়ানডেতে চাহাল একাদশে সুযোগ পেয়েছেন দুটি ম্যাচে। সেই ম্যাচ দুটি খেলেছেন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সবশেষ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে একটি ম্যাচেও খেলার সুযোগ মেলেনি ভারতের হয়ে ৭২ ওয়ানডেতে ১২১ উইকেট নেয়া ডানহাতি এই লেগ স্পিনারের। পুরোপুরি ছন্দে না থাকলেও ভারত দলে চাহালের অভাব অনুভব করছেন হরভজন।
‘টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে’
১৫ ফেব্রুয়ারি ২৫
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘দলে আমি একটা জিনিসের অভাব অনুভব করছি সেটা হলো যুবেন্দ্র চাহালের না থাকা। একজন লেগ স্পিনার বাইরের দিকে বল টার্ন করাতে পারে। আপনি যদি একজন বিশেষজ্ঞ স্পিনারের কথা বলে তাহলে আমার মনে হয় না সাদা বলের সংস্করণে ভারতে চাহালের চেয়ে ভালো কেউ আছে। হ্যাঁ, তার সবশেষ কয়েকটা ম্যাচ ভালো যায়নি কিন্তু তার মানে এই নয় সেটা তাকে বাজে ভালো বানিয়ে দিয়েছে।’
দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে চাহালের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক জানান, চাহালকে দলে নিতে হলে একজন পেসারকে বাদ দিতে হতো। এমনটা করতে একদমই রাজি নন রোহিত। তবে তিনি নিশ্চিত করেছিলেন, চাহাল কিংবা রবিচন্দ্রন অশ্বিনদের বিশ্বকাপ খেলার দরজা বন্ধ নয়।
প্রয়োজন মনে হলে তাদেরকে দলে নেয়া হতে পারে বলে জানান ভারতের অধিনায়ক। এদিকে হরভজন আশা করছেন চাহালের বিশ্বকাপ দরজা বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, ‘আমার মনে হয় দলে তার থাকা উপস্থিতি প্রয়োজন ছিল। আশা করছি তার জন্য দরজা বন্ধ হয়ে যায়নি। তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ কারণ এবারের টুর্নামেন্ট ভারতে।’
‘চাহাল একজন পরীক্ষিত ম্যাচ উইনার। আমি এটা বুঝতে পারছি তার ফর্ম ভালো নয়। আপনি চাইলে তাকে বিশ্রাম দিতে পারতেন। কিন্তু আমার মনে হয় সে যদি দলে থাকতো তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকত। যেকানো খেলোয়াড়ের ক্ষেত্রে বাদ পড়ার পর দলে এসে পারফর্ম করার চাপ থাকে।’