promotional_ad

বয়কটের হুমকি থেকে সরে দাঁড়িয়ে বিগ ব্যাশে খেলবেন রশিদ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

নারীদের ওপর তালেবানদের বিধিনিষেধ আরোপের জেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সেটার প্রতিবাদ জানাতে গিয়ে বিগ ব্যাশ না খেলার হুমকি দিয়েছিলেন রশিদ খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তারকা এই লেগ স্পিনার।


গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তালেবানরা নারীদের উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা দেয়ায় সিরিজ বাতিল করে অজিরা। যা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন রশিদসহ আফগানিস্তানের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সেই সিদ্ধান্তকে সমর্থন না করে বিগ ব্যাশ ছেড়েছিলেন নাভিন উল হক। একই পথে হেঁটেছিলেন রশিদ।


promotional_ad

ডানহাতি এই লেগ স্পিনার সেসময় বলেছিলেন, অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাকে অস্বস্তিকর মনে করে তাহলে তিনিও বিগ ব্যাশে খেলে বাকিদের অস্বস্তির মাঝে ফেলতে চান না। এমনটা জানিয়ে বিগ ব্যাশ বয়কটের হুমকি দিয়েছিলেন এই আফগান তারকা।


যদিও অস্ট্রেলিয়া জানিয়েছিল, চাইলেই বিগ ব্যাশ খেলতে পারবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। দুয়ার খোলা থাকায় রশিদকে দেখা যাবে বিগ ব্যাশের আগামী মৌসুমেও। এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও লিগের পক্ষ থেকে রশিদের খেলার কথা নিশ্চিত করা হয়েছে এএফপিকে।


সোমবার ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। যেখানে রশিদের সঙ্গে আছেন মুজিব উর রহমান, নূর আহমেদ এবং ইজহারুলহক নাভিদ। যারা কিনা বিগ ব্যাশের সবশেষ আসরেও খেলেছেন। রশিদকে রিটেইন করার সুযোগ থাকছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের।


ধারণা করা হচ্ছে, প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রশিদকে রেখে দেবে ফ্র্যাঞ্চাইজিটি। অন্তত টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে তাকে পাবে অ্যাডিলেড। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে খেলবেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার।


মাত্র ১৯ বছর বয়সে বিগ ব্যাশে অভিষেক হয়েছিল রশিদের। ২০১৭-১৮ মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ১৮ উইকেট নিয়ে সেবার অ্যাডিলেডকে শিরোপা জেতাতে অবদান রেখেছিলেন রশিদ। এখন পর্যন্ত বিগ ব্যাশে ৬.৪৪ ইকনোমি এবং ১৭.৫১ গড়ে ৯৮ উইকেট নিয়েছেন। বিদেশি বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট তারই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball