প্রিয় খেলোয়াড় নেই বলে বাকিদের ছোট করবেন না: অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’
২০ মার্চ ২৫
একদিন আগেই ঘোষণা হয়েছে ভারতের এশিয়া কাপের দল। দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটার। মূল দলে জায়গা হয়নি সাঞ্জু স্যামসনেরও। এ কারণে ভারতের দল নিয়ে সমালোচনা যেন থামছেই না।
নিজে না থাকলেও ভারতের নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডার অশ্বিন। তিনি মনে করেন পছন্দের ক্রিকেটার না থাকলেও নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনার কিছু নেই। তারা সামর্থ্য বুঝেই দল নির্বাচন করেছেন বলে মত অশ্বিনের।

এ প্রসঙ্গে ভারতীয় এই বাঁহাতি স্পিনার বলেন, 'নির্বাচকরা জানেন তারা কী করছেন। ভারতের মতো এত বড় দেশে স্কোয়াড নির্বাচন করতে গেলে কিছু মূল খেলোয়াড় বাদ পড়ে যাবে। আপনার প্রিয় খেলোয়াড় নেই বলে বাকিদের ছোট করবেন না।'
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
দীর্ঘদিন ধরেই চোটে ভুগছিলেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। তাদেরকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে। ২০২৩ আইপিএলে চোটে পড়ার পর থেকে কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি রাহুল। আর আইয়ার মাঠের বাইরে ছিলেন চলতি বছরের মার্চ থেকে।
ওয়ানডে দলে ফিরেছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহও। টি-টোয়েন্টিতে আলো ছড়ানো তিলক ভার্মাও আছেন এশিয়া কাপের ভারতীয় দলে। যদিও এই ব্যাটারের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। অভিজ্ঞতার দিক দিয়ে এই ব্যাটার পিছিয়ে থাকলেও সমর্থন পাচ্ছেন অশ্বিনের।
তিনি বলেছেন, 'তিলক আয়ারল্যান্ড সিরিজে ভালো করেনি কিন্তু প্রথম বল থেকেই দেখিয়েছে তার অবিশ্বাস্য প্রতিভা। এই তরুণ পরিষ্কার মাথা নিয়ে ব্যাট করতে আসে। সে স্কোয়াডে সতেজতা নিয়ে এসেছে।'