promotional_ad

আইএল টি-টোয়েন্টি শুরু ১৯ জানুয়ারি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

১০ ফেব্রুয়ারি ২৫
শিরোপা নিয়ে উল্লাস দুবাইয়ের, ফাইল ফটো

কদিন আগেই এক ঝাঁক তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে চমকে দিয়েছিল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজিরা। এবার আগামী আসরের দিনক্ষণ জানালো এই টুর্নামেন্টের আয়োজকরা।


আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। আর পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। প্রথম আসরের মতো এবারের আসরেও থাকছে ছয়টি দল। টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস।


promotional_ad

৩০ দিনের এই টুর্নামেন্টে প্লে অফ ও ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে আবু ধাবি, দুবাই ও শারজাহতে। এরই মধ্যে আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার, মার্ক উড, শাদাব খান ও আম্বাতি রাইডুর মতো তারকারা।


শাদাব খেলবেন তার পাকিস্তান দলের দুই সতীর্থ শাহীন শাহ আফ্রিদি ও আজম খানের দল ডেজার্ট ভাইপার্সে। সাবেক ভারতীয় ক্রিকেটার রাইডু মাঠে নামবেন এমআই এমিরেটসের জার্সিতে। এ ছাড়া মার্টিন গাপটিল ও মাহিশ থিকশানার সঙ্গে চুক্তি করেছে শারজাহ ওয়ারিয়র্স।


আইএল টি-টোয়েন্টির এবারের আসরের সূচির সংঘর্ষ হবে ভারত-ইংল্যান্ডের সিরিজের সঙ্গে। দুই দলের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২৫ জানুয়ারি থেকে। ফলে আইএল টি-টোয়েন্টিতে খেলা মার্ক উড ও জো রুটকে আগেভাগেই টুর্নামেন্ট ছাড়তে হবে।


ওয়ার্নার অবশ্য বিগ ব্যাশের কারণে আইএল টি-টোয়েন্টির শুরুর ভাগে খেলতে পারবেন না। কারণ অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্ট শেষ হবে ২৪ জানুয়ারি। যদিও এখনও আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ক??ছ থেকে অনাপত্তিপত্র পাননি ওয়ার্নার।


আইএল টি-টোয়েন্টির সঙ্গে প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে ১০ জানুয়ারি থেকে। শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ফলে অনেক বিদেশি ক্রিকেটারই দুটি টুর্নামেন্টে খেলার সুযোগ হারাবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball