promotional_ad

‘এক দশকের শিরোপা খরা কাটাবে ভারত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসি টুর্নামেন্টে এক দশকে বড় কোনও অর্জন নেই ভারতের। শেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল তাদের শেষ অর্জন। তবে এবার ঘরের মাটিতে সেই খরা কাটানোর সুযোগ রয়েছে দলটির। এমনটাই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ।


আরো পড়ুন

এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি

৬ এপ্রিল ২৫
একটি অনুষ্ঠানে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি

২০১১ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিলও মহেন্দ্র সিং ধোনির দল। আরও একবার সেই সুযোগটা এসেছে রোহিত শর্মাদের। এবার একক ভাবেই বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ফলে বিশপ মনে করেন এই সুযোগে বিশ্বকাপে তারা ভালো করবেন।

ক্যারিবিয়ান বোলার বিশপ বল হাতে এক সময় নেতৃত্ব দিয়েছেন নিজ দেশকে। বর্তমানে পুরোদমে ধারাভাষ্যকার হয়ে উঠেছেন এই বোলার। তার মতে আসন্ন বিশ্বকাপে ভারত ভালো পারফরম্যান্স করবে। কারণ হিসাবে দেখিয়েছেন ঘরের মাঠ এবং কন্ডিশন। যা একটি দলকে বাড়তি সুবিধা দেয়।


promotional_ad

বিশপ বলেন, আমি বলছি... আমি আপনাকে বলছি (মাঠের) কন্ডিশনের জ্ঞান থাকাটা আপনাকে বিশাল সুবিধা দেয়। আমি আপনাকে কোনও কিছুর নিশ্চয়তা দিচ্ছি না। কিন্তু আমি সত্যিই বলছি যে এই ধরনের জ্ঞান একটি বাড়তি সুবিধা। তবে এর জন্য নিজের শরীর দিয়ে কিছু করে দেখাতে হবে। অর্থাৎ পরিস্থিতি সম্পর্কে জ্ঞান থাকায় বিশ্বকাপে ভারত বাড়তি সুযোগ পাবে।'


আরো পড়ুন

জাকেরদের যত্ন নিতে বললেন বিশপ

৮ ডিসেম্বর ২৪
সংগৃহীত

৫৫ বছর বয়সী বিশপ বিশ্বাস করেন যে, ঘরের মাঠে সমর্থকদের অনুপ্রেরণা এবং উত্সাহ, বিশেষ করে সেটা যদি ওয়ানডে বিশ্বকাপের মতো একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে হয়। তাহলে খেলোয়াড়দের উন্নতি করতে সাহায্য করে। যা খেলোয়াড়দের পারফরম্যান্সকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এ সময় ঘরের মাঠে নিজের খেলার অভিজ্ঞতাও জানান বিশপ।


তিনি বলেন, 'আমি আপনাকে বলতে পারি যখন আমি কুইন্স পার্ক ওভালে ঘরের সমর্থকদের সামনে খেলছিলাম। তারা যখন আমাকে উইকেট তুলে নেয়ার জন্য উল্লাস করছিল, কিন্ত আপনি সক্ষম হলেন না। তখন আপনি চাইবেন যে মাঠটি মূহুর্তে অদৃশ্য হয়ে যাক। কিন্তু আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি জানবেন যে, এটা শুধু একটি খারাপ সেশন ছিল। আপনার সামনে ফিরে আসার সুযোগ রয়েছে। বড় মঞ্চে এগুলো আপনাকে সাহায্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball