বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের হেড কোচ রঙ্কি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের সাপোর্টিং স্টাফে শক্তি বাড়াল নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলটির কোচিং স্টাফে যোগ দিচ্ছেন স্টিফেন ফ্লেমিং ও জেমস ফস্টার। সামনের চার মাসের মধ্যে কোচিং স্টাফে অদলবদল করে দায়িত্ব পালন করতে দেখা যাবে লুক রঙ্কি, ইয়ান বেল ও সাকলাইন মুশতাককেও। বাংলাদেশ সফরের কোচিং স্টাফে শেন জার্গেনসেন, রঙ্কি এবং বেলকে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ফ্লেমিং ও ফস্টারের অন্তর্ভুক্তি কিউইদের জন্য বিশাল এক প্রাপ্তি। কেননা কোচিংয়ে দুজনই অনেক অভিজ্ঞ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন ফ্লেমিং। দলটিকে প্লে-অফে খেলিয়েছেন অসংখ্যবার।

এর আগেও অবশ্য নিউজিল্যান্ডের কোচিং স্টাফে ছিলেন ফ্লেমিং। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই দলে কাজ করেন তিনি। বর্তমানে পুরুষদের দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচ হিসেবে আছেন ফ্লেমিং। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে বিশ্বকাপে থাকবেন না তিনি।
এদিকে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে ফস্টারেরও। কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া পিএসএল, সিপিএল, বিপিএল, বিবিএল ও আইএল টি-টোয়েন্টিতেও বিভিন্ন দলের কোচ ছিলেন তিনি।
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের সহকারী কোচের ভূমিকায় ছিলেন ফস্টার। সাবেক এই ইংলিশ উইকেটরক্ষককে বিশ্বকাপে নিয়ে যাবে নিউজিল্যান্ড। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের সহকারী কোচ করা হয়েছে সাবেক ইংলিশ ব্যাটার বেলকে।
ওয়ানডে সিরিজ শেষে ব্যাটিং কোচ হিসেবে রঙ্কির জায়গা নেবেন তিনি। রঙ্কি অবশ্য আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে হেড কোচ হিসেবে কিউইদের সঙ্গী হবেন। সেই সময়টায় গ্যারি স্টেড থাকবেন বিশ্রামে।
এ ছাড়া বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেল ও বোলিং কোচ শেন জার্গেনসেনকে সহায়তা করবেন রঙ্কি। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের টেস্ট সিরিজেও বিশ্রাম নেবেন স্টেড। তখন দায়িত্ব পালন করবেন সাকলাইন।