নাসির-সানি-রাব্বিদের ব্যর্থতার দিনে আটলান্টার হার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের
৭ এপ্রিল ২৫
ইউএস মাস্টার্স টি-টেন লিগে নিউইয়র্ক ওয়ারিয়র্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে আটলান্টা রাইডার্স। এ দিন আটলান্টার হয়ে বল হাতে ব্যর্থ হয়েছেন দলটির বাংলাদেশের ক্রিকেটাররা। বল হাতে খরুচে বোলিং করেন নাসির হোসেন, ইলিয়াস সানি এবং কামরুল ইসলাম রাব্বি।
টস হেরে আটলান্টা আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও অবশ্য সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি নাসির হোসেন। দলের হয়ে আট নম্বরে নেমেছেন তিনি। দুই বলে একটি চারের সাহায্যে পাঁচ রান করে অপরাজিত ছিলেন তিনি।

নাসিরের দল আটলান্টা সংগ্রহ করে দশ ওভারে ছয় উইকেটে ১০৩ রান। উদ্বোধনী জুটিতেই ৭.৫ ওভারের মধ্যে দলটি তোলে ৮১ রান। ২৩ বলে দুটি চার আর চারটি ছক্কায় ৪১ রান করে ফিরে যান লেন্ডল সিমন্স।
আরেক ওপেনার রবিন উথাপ্পা দুটি চার ও দুটি ছক্কায় ৩২ রান করেন। নিউইয়র্কের হয়ে ১৫ রান খরচায় চার উইকেট নেন সোহেল খান। টানা চার বলে চার উইকেট নেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে ঠিক দশ ওভারেই সেটা পূরণ করে নিউইয়র্ক।
১৯ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন জনাথান কার্টার। আর শুরুতে ১৪ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিলকারত্নে দিলশান। অধিনায়ক মিসবাহ উল হক আট বলে দুই ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন।
আটলান্টার হয়ে দুই ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন সানি। নাসির হোসেন এক ওভারে ১২ রান দিয়ে উইকেটের দেখা পাননি। আর এক ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রাব্বি। শেষ ওভারে ২২ রান লাগলে রাব্বি দেন ২৭ রান!