টেস্টের নেতৃত্ব ছেড়েই ফ্র্যাঞ্চাইজি লিগে নির্ভার রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
গত বছর ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেয়া শুরু করেন জো রুট। এই সুবাদে আইপিএল, আইএলটি-টোয়েন্টিসহ বেশ কয়েকটি লিগে খেলার সুযোগ করে নেন সময়ের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।
ক্যারিয়ারে বেশ কয়েকবারই আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন জো রুট। কিন্তু শুরুর দিকে কোনোবারই সুযোগ মেলেনি তার। অবশেষে গেল আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সুযোগ মিলে তার।

আইপিএলে তিন ম্যাচ খেলে একটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন রুট। যদিও সেই ইনিংসে দশ রানের বেশি করার সুযোগ হয়নি তার। এ ছাড়া আইএল টি-টোয়েন্টি, এমনকি বর্তমানে দ্যা হান্ড্রেডেও খেলছেন তিনি।
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
রুট বলেন, 'আমার কাছে মনে হয়েছিল সাদা বলের ক্রিকেট আমি আর খেলতে পারব না। কিন্তু টেস্ট অধিনায়কত্ব যখন ছাড়লাম, তখন সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেয়ার আরও অনেক সুযোগ চলে আসলো। এই বছর আইএলটি-টোয়েন্টি ও আইপিএলে খেলার সুযোগও পেয়েছি।'
'আমি বিষয়টি যেভাবে দেখি, তা হচ্ছে নতুন নতুন কিছু খুঁজে বের করতে মনকে প্রশস্ত করা যা বিভিন্ন ফরম্যাটে আমার খেলার বিভিন্ন দিকে উন্নতি করবে। যদি আপনি আগের চেয়ে ভালো করতে চান, দলের সাহায্যে উন্নতি করতে চান তাহলে উন্নতির পথ আপনাকেই খুঁজতে হবে।'
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করলেও বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ব্রাত্য রুট। শেষবার ২০১৯ সালের মে'তে জাতীয় দলের পোশাকে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।