আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে: সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১ ঘন্টা আগে
ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। কদিন আগেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন এই টাইগার অলরাউন্ডার। এই টুর্নামেন্টের মাঝ পথেই তিনি খেলতে গিয়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। তবে নিজ দল গল টাইটান্সকে ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
সেখান থেকেই তিনি দুবাইতে গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে সোমবার দেশে ফিরে ছুটে গেছেন বরিশালে। সেখানে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিয়েছেন তিনি।

সকাল ১০টার দিকে গৌরনদী পাইলট হাই স্কুলে পা রাখার পর সাকিব জানিয়েছেন নিজের অনুভূতির কথা। তিনি বলেন, 'এসে খুবই ভালো লাগছে। মানুষের সঙ্গে এতো কাছাকছি যাওয়ার সুযোগ খুব একটা হয় না। এখানে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না। যেহেতু আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় না এখানে, ঘরোয়া ম্যাচও খেলা হয় না স্বাভাবিকভাবেই আসাটা খুব কম থাকে। আসতে পেরে খুবই ভালো লেগেছে।'
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
৮ ঘন্টা আগে
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে সাকিব জানিয়েছেন এই দুই টুর্নামেন্টকে ঘিরেই তিনি স্বপ্ন বুনছেন। তার ভাষ্য, 'শুধু বরিশালবাসী না পুরো বাংলাদেশের সবাই আমাদের অনেক সাপোর্ট করে। আশা করি বরিশালবাসীও সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে ওইখানেও তারা সাপোর্ট করবে আশা করি। আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ বাকিটা পরে দেখা যাবে।'
ঢাকায় সাকিবের অ্যাকাডেমী রয়েছে। মাস্কো সাকিব অ্যাকাডেমীতে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের গড়ে তুলছেন। সাকিবের ইচ্ছে এক সময় বরিশালেও একটি অ্যাকাডেমী করা। কদিন আগেই সাকিব নিজের একটি ক্যান্সার ফাউন্ডেশন নিয়ে যাত্রা শুরু করেছেন। তাই স্বাস্থ্য সচেতনতামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে আনন্দিত তিনি।
বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, 'ঢাকায় আমার অ্যাকাডেমী আছে, সবারই ইচ্ছে থাকে যে যে সেক্টরে আছে সে সে সেক্টরে কীভাবে আরও উন্নতি করা যায়। সবাই যার যার জায়গা থেকে কাজ করে। আমারও সে সব চিন্তা আছে সেটা ভবিষ্যতের জন্য। আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।'