promotional_ad

এশিয়া কাপে অভিষেক হবে, এমনটা স্বপ্নেও দেখেননি তিলক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

স্বপ্নের মত সময়ে পদার্পণ করেছেন ভারতের তরুণ ব্যাটার তিলক ভার্মা। গত মাসেই ভারতের হয়ে টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল তার। স্বপ্ন বুনেছিলেন ভারতের হয়ে ওয়ানডে খেলার, তবে সেই যাত্রাটা যে এশিয়া কাপের মত বড় টুর্নামেন্টের মাধ্যমে শুরু হবে এমনটা কল্পনাও করেননি তিনি।


আরো পড়ুন

তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু

৭ এপ্রিল ২৫
১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া, বিসিসিআই

তিলক এখন পর্যন্ত প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন ২৫টি। সেখানে ৫৬.১৮ গড়ে রান তুলেছেন ১২৩৬। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি। শেষ মৌসুমে ১১ ম্যাচে সেখানে তিনি করেছিলেন ৩৪১ রান। এমন পারফরম্যান্সে পর ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।


সেই সিরিজের মাধমেই ভারতের রঙিন পোশাকের যাত্রা শুরু তিলকের। সিরিজে ৫৭.৬৬ গড়ে একটি হাফ সেঞ্চুরিসহ ১৭৩ রান করেছিলেন। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এবার ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ ব্যাটার। এভাবে নিজের ওয়ানডে অভিষেক হবে এমন স্বপ্ন কখনও দেখেনি এই বাঁহাতি ব্যাটার।


promotional_ad

তিলক বলেন, 'আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমার সরাসরি এশিয়া কাপে অভিষেক হবে, তাও ওয়ানডে দলে। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি ভারতের হয়ে ওয়ানডে খেলব, এটি আমার জন্য একটি বড় বিষয়। আমি সর্বদা এই স্বপ্ন দেখতাম। আমি ভারতের হয়ে ওয়ানডে অভিষেক করব। আমি যেই মাসে টি-টোয়েন্টি অভিষেক করেছি তার পরের মাসে এশিয়া কাপের জন্য ডাক পাব। আমি শুধু প্রস্তুতি নিচ্ছি।'


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

শুরুটা মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই। ভারতীয় ওয়ানডে দলের মতই আইপিএলেও তিলকের অধিনায়ক রোহিত শর্মা। তার বেড়ে উঠার পেছনে মুম্বাই এর অবদান রয়েছে। ফলে নিজের ওয়ানডে অভিষেকের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই ভারতীয় ব্যাটার।


তিলক বলেন, 'রোহিত ভাই সবসময় আমাকে সমর্থন করেছিলেন। আমি যখন আইপিএল খেলতাম, আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, তিনি আমার কাছে যেতেন এবং খেলা সম্পর্কে কথা বলতেন, বলছিলেন সর্বদা নিজের খেলা উপভোগ করুন। আপনি যখনই চান, আমার সঙ্গে নির্দ্বিধায় কথা বলতে পারেন। আমার কাছে আসুন বা আমাকে টেক্সট করুন। আমি যেকোন সময় আপনার সাথে থাকব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball